করোনা পরিস্থিতিতে মানুষের পাশে দারিয়েছেন সোনু সুদ, কিন্তু তার সাহায্যের হাত দিনের পর দিন বেড়েই চলেছে। যার কারণে মানুষ এখন অসুবিধায় পরলেই তার কাছে ছুটে আসতে একটুও দ্বিধা বোধ করে না। কিন্তু প্রশ্ন হল তার উপার্জন কত? যে সবসময় তিনি সাহায্য করতেই থাকে? তার নিজস্ব পরিবার আছে তাদের খরচাই বা কিভাবে চলে? তার তেমন কোনো সিনেমাও দেখা যায় না। তাছাড়া তার নিজস্ব জীবন যাপনেরও তো একটা খরচা আছে। এই সমস্ত কিছু মিলিয়ে তার প্রচুর টাকার দরকার। সোনু সুদ এখন ঈশ্বরের মতো নিয়মিত অভিনয় না করেও কিভাবে অর্থের জোগান করে সে।
সম্প্রতি তিনি একটি অনুষ্ঠানে জানিয়েছেন, আসলে বিভিন্ন বিজ্ঞাপন করে তিনি এই দরিদ্রদের সাহায্য করে থাকে। এর সাথে অভিনয় তো রয়েইছে। তবে অনেক ক্ষেত্রে কোনও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত হয়েছেন তিনি, তাদের জন্য বিজ্ঞাপন করেন তিনি তার বিনিময়ে সে টাকা নেয় না। মোট কথা তার পারিশ্রমিক দিয়ে যাতে আরও কয়েকজন মানুষ পেটের ভাত জোগাড় করতে পারে তার চেষ্টাই করেন তিনি। তিনি স্পষ্ট জানায়, আসলে আমি যখন সাহায্য করতে শুরু করলাম তখনই বুঝে গেলাম এগুলো বেশীদিন টানতে পারব না আমি একা। তার জন্য একাধিক ব্র্যান্ডকে একজোট করলাম।
ডাক্তার, হাসপাতাল, শিক্ষক, ওষুধ সংস্থার সাথে যোগাযোগ করলাম। আমি জানিয়ে দিলাম পারিশ্রমিক আমি নেব না কিন্তু আমি সবার জন্যই কাজ করব। আর এর পরেই আপনাআপনি উদ্দেশ্য পূরণ হতে থাকল। একটা সময় অনেকেই বলেছিল আপনি সবাইকে খুশি করতে পারবেন না। কিন্তু আমি বলেছিলাম আমার দরজায় এসে কেউ সাহায্য চাইলে তাকে খালি হাতে ফেরাতে পারব না। কিন্তু আজ আমি জম্মু থেকে কন্যাকুমারীর ছোট ছোট গ্রামের মানুষকে পড়াতে পারছি, চিকিতসা করাতে পারছি।