ITI কলেজেও ‘দুর্নীতি’! কেন্দ্রের অনুদান বন্ধের দাবিতে দায়ের হল জনস্বার্থ মামলা

5
ITI কলেজেও ‘দুর্নীতি’! কেন্দ্রের অনুদান বন্ধের দাবিতে দায়ের হল জনস্বার্থ মামলা

পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে চাকরি দেওয়ার নাম করে নেতাদের টাকা নেওয়ার অভিযোগ থেকে শুরু করে এসএসসি নিয়োগে দুর্নীতি; সবেতেই নাম জড়িয়েছে রাজ্যের শাসকদলের। যদিও তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা এ নিয়ে মুখ খুলতে চান না।

এরমধ্যেই, এবার পশ্চিমবঙ্গে ১৭ ITI টি কলেজে দুর্নীতির খবর সামনে এল। শুধুমাত্র CBI তদন্ত নয়, কেন্দ্রের অনুদান বন্ধের দাবিতে কলকাতা হাইকোর্টে এবার জনস্বার্থ মামলা দায়ের করা হল।

এই মামলার শুনানি আগামী সপ্তাহে হবে। বর্তমানে ITI কলেজের সংখ্যা ১২ হাজার। যে কলেজের যেমন গ্রেডেশন, সেই অনুসারে আর্থিক অনুদান দেয় কেন্দ্র। প্রথমসারির ITI কলেজের তালিকায় রয়েছে এ রাজ্যের ১৭ প্রতিষ্ঠান।

ITI কলেজগুলি কেন্দ্রীয় কারিগরি দফতর থেকে বছরে ৭ কোটি টাকা আর্থিক অনুদান পায়। মামলাকারী তরুণজ্যোতি তিওয়ারির অভিযোগ, কেন্দ্রীয় অনুদান পাওয়ার জন্য শিল্প সংস্থার সঙ্গে চুক্তি সংক্রান্ত ভুয়ো নথি দেখিয়েছে মুর্শিদাবাদের নাকাশিপাড়া ITI কলেজ।

তাঁর দাবি, তারা ওই  শিল্প সংস্থাকে চিঠি দিয়ে জানতে চেয়েছিলেন, তাদের সঙ্গে কোনও চুক্তি হয়েছে কিনা। সংস্থার তরফে জানানো হয়েছে, এমন কোনও চুক্তি হয়নি।

এমনকী, কেন্দ্রীয় সরকারের কাছে রাজ্যের আরও ১৬ টি ITI কলেজও ভুয়ো তথ্য দিয়েছে বলে অভিযোগ উঠেছে।