মানুষ ছাড়া অন্য প্রাণীদেরও দেওয়া হবে করোনার টিকা ?

32
মানুষ ছাড়া অন্য প্রাণীদেরও দেওয়া হবে করোনার টিকা ?

মানুষের জন্য করোনার টিকা অনেক আগেই আবিষ্কার হয়েছে। মানুষ ছাড়া অন্যান্য প্রাণীদের করোনা টিকা তৈরি করল ভারতীয় সংস্থা। ভ্যাকসিনের নাম অ্যানোকোভ্যাক্স ।

অ্যানোকোভ্যাক্স পশুদের করোনা ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। এই ভ্যাকসিন ডেল্টা ও ওমিক্রন এই দু’য়ের বিরুদ্ধেই কার্যকর। কুকুর, সিংহ, চিতাবাঘের উপর এটি প্রয়োগ করা হয়েছিল এবং পরীক্ষাটি সফল হয়েছে।

National Research Centre on Equines প্রতিষ্ঠান এই টিকা তৈরি করেছে । হরিয়ানার প্রতিষ্ঠানটি এই টিকার সঙ্গে পশুদের অ্যান্টিবডি পরীক্ষার জন্য যন্ত্রও তৈরি করেছে।

অ্যানোকোভ্যাক্স নামে নতুন এই টিকা কুকুর, সিংহ, চিতাবাঘ, ইঁদুর ও খরগোসের উপর কার্যকর হবে। ডেল্টা রূপটিকে এই টিকা আটকাতে সক্ষম বলেই জানা যাচ্ছে।

এলহাইড্রোজেল (Alhydrogel) এই টিকার গুরুত্বপূর্ণ উপাদান। এটি করোনার বিরুদ্ধে দারুণভাবে লড়াই করতে পারছে। ওমিক্রনের বিরুদ্ধেও এই টিকা কার্যকর। টিকা প্রস্তুতকারী সংস্থাটির তরফে এমনই বলা হয়েছে।