আগামী ১৫ তারিখ কোচবিহারে আসছেন রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সুত্রে জানা গেছে, আগামী ১৫ তারিখ কোচবিহারের দলীয় কর্মসূচীতে যোগদান করবেন। তবে ওই কোথায় ওই দলীয় কর্মসূচী হবে তা এখন ঠিক করা হয় নি।
এবিষয়ে কোচবিহার জেলার তৃনমূল কংগ্রেসের সভাপতি পার্থ প্রতিম রায় বলেন, সম্ভাব্য আগামী ১৫ তারিখ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক একটি কর্মসূচীতে আসবেন।
তবে ওই দলীয় কর্মসূচী কোথায় কিভাবে হবে তা এখন ঠিক করা হয় নি। প্রসঙ্গত, গত শুক্রবার সাংসদ নিশীথ প্রামাণিকের হাত ধরে দিল্লিতে বিজেপির সদর দফতরে গিয়ে বিজেপিতে যোগ দেন মিহির গোস্বামী।
তাঁর পর তিনি দলের সাথে ৩০ বছরের সম্পর্ক নিজের ফেসবুক প্রোফাইলে স্ট্যাটাস দিয়ে ছিন্ন করার কথা ঘোষণা করে বিজেপিতে যোগদান করেন তিনি। এই পরিস্থিতিতে কোচবিহার জেলা তৃনমূলের কংগ্রেসের অবস্থা কেমন রয়েছে তা সরেজমিনে তদন্ত করতেই তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহার আসছেন বলে রাজনৈতিক মহলের ধারনা।