দেখে নিন আজকের আবহাওয়ার খবর

54
দেখে নিন আজকের আবহাওয়ার খবর

একেবারে সপ্তাহের শুরু থেকেই ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে দক্ষিণবঙ্গে, আবহাওয়া দপ্তরের কথা মতোই একেবারে ঝড় বৃষ্টির তান্ডব যাকে বলে। সারা পশ্চিমবঙ্গ জুড়েই প্রায় সর্বত্র বজ্রবিদ্যুত সহ ঝড় বৃষ্টি। কলকাতা তেও ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা থাকলেও, তেমন একটা কিছু লক্ষ্য করা যায় নি। সকাল থেকে মেঘলা আকাশ, ভ্যাপসা গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি এই সব কিছু নিয়েই কলকাতা এখন খুশি। তবে কলকাতার মানুষের একেবারে দম বন্ধ করা পরিবেশের মধ্যেই দিন কাটাতে হচ্ছে।

আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রীর আশেপাশের ঘুরে বেড়াচ্ছে ও সর্বনিন্ম তাপমাত্রা ২৫ ডিগ্রীর আশেপাশে। তবে এমন আবহাওয়া আগামী কয়েকদিন চলতেই থাকবে, মেঘলা আকাশ ও আর্দ্রতা জনিত অস্বস্তি। দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলের জেলাগুলোতে বজ্রবিদ্যুত সহ হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই ২৪ পরগণা, হাওড়া সমস্ত জায়গায়। একেবারে মাসের শেষ পর্যন্ত এমনই আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

তবে উত্তরবঙ্গের কথা যদি বলা যায় তাহলে বলতে হয় দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার আজ বুধবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এখন উত্তরবঙ্গের কোথাও তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করা যাবে না। কিন্তু এমন আবহাওয়া ঠিক মার্চের শেষ পর্যন্ত লক্ষ্য করা যাবে।