দেখে নিন বিশ্বের কিছু মজাদার শিক্ষকের ভিডিও যারা ছাত্রছাত্রীদের মজার ছলে পড়ান

67
দেখে নিন বিশ্বের কিছু মজাদার শিক্ষকের ভিডিও যারা ছাত্রছাত্রীদের মজার ছলে পড়ান

অনেক সময় আমরা পড়ুয়াদের মুখে শুনে থাকি পড়াশোনা নাকি খুব বোরিং ব্যাপার। পড়তে ভালো লাগে না, বাধ্য হয়ে তাদের টিচারদের হাতে তুলে দিতে হয় ভালো করে লেখাপড়া শেখানোর জন্য।

কিন্তু শিক্ষক শিক্ষিকরা আমরা জানি সবসময় গম্ভীর ভাব নিয়ে থাকে, অনেকে টিচারদের দেখে ভয়ে সিটিয়ে থাকে, এই মনে হয় পড়া না পারার জন্য বেতের বারী পড়লো গায়ে।

কিন্তু পৃথিবীতে এমন ও কিছু শিক্ষক শিক্ষিকা আছেন যারা ছাত্রছাত্রীদের মজার ছলে পড়ান। স্টুডেন্টদের বুঝতেই দেন না যে তারা শিক্ষক। গুরুগম্ভীর ভাব তো নেই উল্টো স্টুডেন্টদের সাথে বন্ধুর মতো মিশে তাদের কাছ থেকে পড়া আদায় করে নেন।

এমনই কিছু শিক্ষকদের নিয়ে আজকে আমাদের এই মজাদার ভিডিও। দেরি না করে দেখে নিন মজাদার শিক্ষকদের মজাদার কীর্তি।