অনেক সময় দুরপাল্লার ট্রেনের যাত্রীরা অভিযোগ করে থাকেন যে, ট্রেনের টয়লেট পরিষ্কার হয় না। তবে রেলের দাবি, এবার সেই অভিযোগ আর যাত্রীদের থাকবে না। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ট্রেনের কোচের জন্য তৈরি টয়লেটের নতুন নকশার একটি ভিডিও প্রকাশ করেছেন।
তিনি অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে শেয়ার করা একটি ভিডিওতে তিনি নতুন ধরণের টয়লেটের ভিডিও দিয়েছেন। একই সঙ্গে রেলের একজন কর্মকর্তা মন্ত্রীকে তথ্য দিচ্ছেন বলেও দেখা যায়। ওই ভিডিও ক্লিপে ট্রেনের ভিতরে আয়না, বেসিন এবং টয়লেট সিটের আগের এবং পরের ছবি তুলনা করে দেখানো হয়েছে।
টুইটারে এখনও পর্যন্ত লক্ষাধিক মানুষ এই ভিডিও দেখেছেন এবং বিভিন্ন প্রতিক্রিয়া দিয়েছেন। টুইটারে মন্ত্রীর শেয়ার করা ভিডিওটির প্রতিক্রিয়ায় একজন লিখেছেন, এটি সত্যিই ভাল। দীর্ঘদিন ধরে এই কাজ ঝুলে ছিল। শেষমেশ তা শেষ হয়েছে জেনে ভাল লাগছে।