আগামী বছর ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার নিয়ম দারুন পরিবর্তন আনা হচ্ছে। স্বাভাবিকভাবেই গত দু’বছর করোনার কারণে পরীক্ষার নিয়মে বাধ্য হয়ে কিছু বদল আনা হয়েছে।
কিন্তু সম্প্রতি করোনা অতিমারির প্রভাব অনেকটাই কমে গেছে। তাই আগামী বছর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষার নিয়মে আমূল পরিবর্তন আনা হয়েছে, একেবারে পুরনো পদ্ধতিতেই নেওয়া হবে পরীক্ষা। রাজ্যের উচ্চ শিক্ষা সংসদ এমনই সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ আবার ফার অ্যাওয়ে সেন্টারেই নেওয়া হবে পরীক্ষা। তার সাথে আরও বলা হয়েছে যে পূর্ণাঙ্গ সিলেবাস এর উপর ভিত্তি করে নেওয়া হবে পরীক্ষা। পরিস্থিতি স্বাভাবিক থাকলে এবং করোনার দাপট ফের বৃদ্ধি না পেলে আগামী ২০২৩ এর ১৪ ই মার্চ উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ও সেটা শেষ হবে ২৭ মার্চ।
করোনা অতিমারির কারণে গত দুই বছর নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। যার কারণে নিজের নিজের স্কুলেই পরীক্ষা নিতে হয়েছে। কিন্তু আগামীতে করোনার তেমন একটা দাপট থাকবে না বলেই মনে করা হচ্ছে। তাই সমস্ত দিক বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।