ঝড় বৃষ্টির দিন এসে গেছে, এখন চৈত্র মাস, এরপরে বৈশাখ মাস। ২ মাস জুড়েই এক প্রকার কম বেশী ঝড়ের তান্ডব চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই জানিয়েছে, উত্তর পূর্ব রাজস্থান থেকে অসম পর্যন্ত একটি নিন্মচাপ অক্ষেরেখা বিস্তার করে আছে, যার কারণেই এবার পশ্চিমবঙ্গ জুড়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী ৫ দিনের আবহাওয়া পূর্বাভাস দিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। সেখানে বলা হয়েছে তাপমাত্রার বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাবে না। তবে শেষের দিকে তাপমাত্রার পার্থক্য দেখা দিতে পারে।
এক কথায় যদি বলা যায় তাহলে বলতে হবে, ঝড় বৃষ্টি যুক্ত ও সাথে বজ্রবিদ্যুত সবকিছুরই উপস্থিতি লক্ষ্য করা যাবে। আজ বৃহস্পতিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং নদিয়ার বিভিন্ন এলাকায় হালকা মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে দক্ষিণবঙ্গে, সপ্তাহের শেষের বিক্ষিপ্ত ভাবে এই বৃষ্টি বিরাজ করবে বিভিন্ন জায়গায়। সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা, যার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি। ভ্যাপসা গরম। মানুষ অনেক কষতের মধ্যেই রয়েছে, বৃষ্টি কিছুটা হলেও তাদের স্বস্তি দেবে।
এদিকে উত্তরবঙ্গের কথা যদি বলা যায় তাহলে বলতে হবে, এখানেও তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন ঘটবে না। পাহাড়ে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের দিকে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলোতে বজ্রবিদ্যুতের সাথে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রীর ঘরে, ও সর্বনিন্ম তাপমাত্রা ২৭ ডিগ্রীর ঘরের মধ্যে বিরাজ করছে।