একেবারে শেষ বেলায় এসে শীত কি আরো কোন নতুন চমক দেখাবে? আবহাওয়া দপ্তর তো এর উত্তর না ই বলছে। কারণ দক্ষিণের বাতাস ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যার ফলে বোঝাই যাচ্ছে শীত আর ফিরবে না। আবহাওয়া দপ্তর আগামী পাঁচ দিনের আবহাওয়া সম্পর্কে জানান দিয়েছে, ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করেছে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা।
এই তাপমাত্রা বৃদ্ধি আগামীতে চলতেই থাকবে। ইতিমধ্যেই একটি ঘূর্ণাবর্ত তৈরী হয়েছে, যার ফলেই জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ। ওড়িশার উপকূল অঞ্চলে ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেছে। আগামী দিন গুলোতে এই কারণেই কলকাতা ও তার আশেপাশের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতের বিদায় বেলায় এই আবহাওয়া অনেকটাই বেমানান ।
কলকাতার তাপমাত্রা এখন ২০ ডিগ্রীর ওপরে রয়েছে। আর সেই কারণেই লক্ষ্য করা যাচ্ছে তাপমাত্রার হেরফের। গত কয়েকদিন আগেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রীর নিচে ছিল। কিন্তু এরমধ্যেই তার পরিবর্তন। তবে এই তাপমাত্রা বৃদ্ধি কিছুই নয় এর পরে আগামীতে তাপমাত্রা আরও অনেকটাই বৃদ্ধি পাবে বলেও জানা যাচ্ছে। বৃষ্টির ঘনঘটা কমবেশী উত্তর ও দক্ষিণ বঙ্গের আকাশে দেখা যাচ্ছে। আর তারফলেই ভ্যাপসা ও আর্দ্রতা জনিত অস্বস্তিও বৃদ্ধি পাচ্ছে।