সিবি আইয়ের তরফ থেকে এবার মামলা করা হলো ইলাহাবাদ হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এসএন শুক্ল এবং তাঁর স্ত্রী সুচিতা তিওয়ারির বিরুদ্ধে। কারণ সিবিআই দাবি করেছে আর্থিক অনিয়ম লক্ষ্য করেছে তারা, যার কারণেই এই মামলা দায়ের। তাদের আয়ের সাথে সম্পত্তির সঙ্গতি খুঁজে পাওয়া যাচ্ছে না , এমনটাই অভিযোগ সিবিআই এর পক্ষ থেকে। ২০১৯ সালে যখন বিচারপতি কর্মরত ছিলেন তখনই সিবিআই তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে, তখন তার বিরুদ্ধে অভিযোগ ওঠে বেআইনি ভাবে প্রসাদ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্স নামে একটি প্রতিষ্ঠানে ছাত্র ভর্তির পক্ষে রায় দিয়েছিলেন তিনি।
তবে এবার যে নতুন মামলা করা হয়েছে সেখানে সিবিআই দাবি করেছে, ২০১৪-২০১৯ সাল পর্যন্ত কর্মরত অবস্থায় বিচারপতি ও তার স্ত্রীর আয়ের সাথে সঙ্গতিহীন ভাবে ২ কোটির ওপরে সম্পত্তির হদিশ মিলেছে। সিবিআই এই নিয়ে স্পষ্ট জানিয়েছে, মোটকথা কর্মরত অবস্থায় থাকাকালীন নিজের ক্ষমতার অপব্যবহার করে এই বেআইনি সম্পত্তি তিনি বানিয়েছেন। মামলা করার পর বিচারপতির তরফ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।