বাড়িতে সুখ শান্তি ফেরাতে সাহায্য করে বুদ্ধমূর্তি! জানুন কোথায় কীভাবে রাখবেন

11
বাড়িতে সুখ শান্তি ফেরাতে সাহায্য করে বুদ্ধমূর্তি! জানুন কোথায় কীভাবে রাখবেন

জ্ঞান ও ধৈর্যের অন্যতম প্রতীক হলেন বুদ্ধদেব৷ যিনি মানুষকে সঠিক পথে চালনা করার নির্দেশ দেন৷ আমাদের সংসারে নিয়মিত কিছু না কিছু বিষয়ে সমস্যা লেগেই থাকে আবার অনেক সময় দেখা যায় ভাগ্য সঙ্গ দেয় না৷ এই ভাগ্য ফেরাতে বুদ্ধমূর্তি বিশেষ ভাবে কাজে আসে৷ বাড়িতে সুখ শান্তি ফেরাতে বুদ্ধমূর্তি সাহায্য করে৷ তাই জ্যোতিষ বিদ্যার মতে শুধুমাত্র বুদ্ধমূর্তি কিনে এনে বাড়িতে রাখলেই হবে না সেগুলি ঠিক জায়গায় রাখতে হবে৷ কারণ সঠিক জায়গায় বুদ্ধমূর্তির রাখার মধ্যেই লুকিয়ে রয়েছে সৌভাগ্যের চাবিকাঠি৷ তাই জেনে নেওয়া যাক সৌভাগ্য ফেরাতে ঠিক বাড়ির কোন কোন জায়গায় বুদ্ধ মূর্তি রাখবেন-

1. বসার ঘরে- সংসারে সকলের মধ্যেই সুখ শান্তি বজায় রাখতে বসার ঘরে বুদ্ধ মূর্তি রাখবেন তবে হ্যাঁ অবশ্যই সেটি যেন সকলের নজরে আসে৷ কারণ বসার ঘরে যেহেতু পরিবারের সকল সদস্যরা একবার না একবার মিলিত হন শিখেছে তাদের মধ্যেই পজিটিভ শক্তির উদ্ভব হবে৷

2. বাড়ির বাগানে- কথিত আছে গাছেদের মাধ্যমে অশুভ শক্তি বাড়িতে প্রবেশ করে তাই বাড়ির বাগানের বাজেনি কাজ চলছে ঠিক সেখানেই বুদ্ধমূর্তি রাখুন এ ক্ষেত্রে অশুভ শক্তি বাড়ির ওপর দৃষ্টি ফেলতে পারে না৷

3. পড়ার ঘর- পড়াশোনায় অমনযোগিতা, অনীহা এগুলি সাধারণ ব্যাপার তাই পড়াশোনায় মনোযোগ ফেরাতে পড়ার ঘরে বইয়ের টেবিলে রাখুন বুদ্ধমূর্তি৷

4. অফিসের টেবিলে- কর্মস্থলে নিজের পারফরমেন্স ভাল করতে এবং কাজে মনোযোগ প্রসাদে সব সময় অফিসে কাজের টেবিলে একটি করে বুদ্ধ মূর্তি রাখা আবশ্যক৷

5. ঠাকুর ঘরে- সংসারে সুখ শান্তি ফেরাতে এবং স্বাচ্ছন্দ বজায় রাখতে ঠাকুর ঘরে ঠাকুরের পাশে বুদ্ধ মূর্তি রাখুন৷ এতে পরিবারের সকলের মঙ্গল হয়৷