রাত পোহালেই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই টানা বৃষ্টির কারণে ফাঁসিদেওয়া ব্লকের বুদারিগাও ভোট কেন্দ্রের সামনে জলমগ্ন। যার কারণে সমস্যায় পড়েছেন স্থানীয়রা। এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মহম্মদ সাকির হোসেন বলেন আগামীকাল ভোট। তার আগেই ভোট কেন্দ্রের সামনে জলে থইথই।
যদিও বিডিও এসে দেখে গেছেন তবে এখনও পর্যন্ত কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আমরা প্রসাশনের কাছে আবেদন জানাই যাতে জল বের করার ব্যবস্থা করা হোক। এর পাশাপাশি বালু পাথর ফেলা হোক। তা নাহলে জলের মধ্যে দাঁড়িয়ে ভোট দিতে হবে। কি করবো ভোটতো দিতেই হবে।
মহম্মদ মহিউদ্দিন বলেন এই জায়গায় প্রায় ১৭০০শো ভোটার রয়েছে। জল জমে আছে ভোট কেন্দ্রের সামনে। প্রশাসন এসে দেখে গেছে কই এখনও কোন কিছুই ব্যবস্থা করেনি। জল জমে আছে ওই ভাবেই জলের মধ্যে দাঁড়িয়ে ভোট দিতে হবে।