বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনডোনসা

50
বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনডোনসা

বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন ব্রাজিলিয়ান গায়িকা মারিলিয়া মেনডোনসা। বিমানে ওঠার আগে পর্যন্ত তিনি বেশ হাসিখুশি ছিলেন। খাবার খাওয়ার ভিডিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়াতে। তখন কে জানত তার সঙ্গে ঘটে যাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা?

তার মৃত্যুর পর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে তার শেয়ার করা সেই ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে বিমানের জানালার ধারের সিটে বসে খাবার খেতে মগ্ন গায়িকা। তার খুশি উপচে পড়ছে চোখে মুখে। তিনি ঘুনাক্ষরেও টের পাননি আর মাত্র এক ঘন্টার মধ্যেই তার জীবন শেষ হয়ে যাচ্ছে!

কারাটিঙ্গাতে একটি কনসার্টে অংশগ্রহণ করতে যাচ্ছিলেন গায়িকা। ২৬ বছরের গায়িকার জীবন এই ভাবে অকালে ঝরে যাওয়াতে মন খারাপ তার অনুরাগীদের। ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। ভাইরাল সেই ভিডিও দেখুন এই প্রতিবেদন মারফত।