এই দুনিয়ায় কত কিছুই না ঘটে যায় অবিরত। তার কোন হিসেব আমরা রাখি না। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার কল্যাণে কিছু কিছু হিসাব আমাদের রাখতে হয় অথবা এক কথায় বলা ভালো আমরা রাখতে বাধ্য হই। চোখের সামনে ঘটে যাওয়া এমন অপ্রত্যাশিত ঘটনা গুলি সত্যি আমাদের প্রতি মুহূর্তে বিনোদনের একটি অন্য দরজা খুলে দেয়। কেমন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে দেখতে পাওয়া গেল।
ভিডিওটি দেখলে আচমকা মনে হতে পারে যে এটি একটি আগুন নিয়ে খেলা দেখাচ্ছেন একজন ব্যক্তি। খুব স্বাভাবিকভাবে এটি অনেকের কাছে পরিচিত একটি খেলা। কিন্তু শেষে এসে পরিণতি দেখে সকলে অবাক হয়ে যান। আগুনের খেলা দেখাতে দেখাতে হঠাৎ করে জ্বলন্ত কাঠ ওই ব্যক্তির ঢুকিয়ে দেন তার অন্তর্বাসের ভেতরে। বাবার দিকে তো সকলেই চমকে জান।
আগুন নিয়ে খেলা অনেকেই দেখে থাকেন কিন্তু খেলা দেখাতে দেখাতে এমন ঘটনা অনেকের কাছেই অপ্রত্যাশিত। হাতে জ্বলন্ত কাঠ নিয়ে খেলা দেখাতে দেখাতে হঠাৎ করে সেই কাঠ অন্তর্বাসের মধ্যে ঢুকিয়ে দেন তিনি। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। অনেকেই ভেবেছিলেন এরপর কিছুই হয়তো হবেনা। কিন্তু কাঠ বের করে নেবার পরেই ওই ব্যক্তির অভিব্যক্তি পাল্টে যায়। তলপেট আঁকড়ে এমন ভাবেই তিনি দাঁড়িয়ে থাকেন, যা দেখে স্পষ্ট হয়ে যায় যে তার অন্তর্বাস আগুনে পুড়ে গেছে।
মনোরঞ্জন করতে গিয়ে এমন ফল ভুগতে হবে তা সত্যিই বুঝতে পারেনি ওই ব্যক্তি। নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে এই ভিডিও। অনেকেই মজার কমেন্ট করেছেন আবার অনেকেই এমন কোন কাজ করতে বারণ করেছেন ওই ব্যক্তিকে।