ভারতের আবহাওয়াতে হচ্ছে বড়ো পরিবর্তন? চিন্তিত বিজ্ঞানীরা

38
ভারতের আবহাওয়াতে হচ্ছে বড়ো পরিবর্তন? চিন্তিত বিজ্ঞানীরা

দিনের পর দিন যেন গোটা পৃথিবীর আবহাওয়া একেবারেই অন্যরকম হয়ে যাচ্ছে। বিজ্ঞানীদের মতে ১২২ বছরের আবহাওয়াকে একেবারে উলটপালট করে দিচ্ছে নতুন আবহাওয়া। এই ধরনের আবহাওয়া আগে কখনই দেখা যায়নি। তাহলে কি ভারতের আবহাওয়াতে হচ্ছে পরিবর্তন? কি বলছে ভারতীয় আবহাওয়া দপ্তর?

ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর আইএমডি তরফ থেকে জানানো হয়েছে যে গোটা ১২২ বছরের আবহাওয়াকে একদমই পাল্টে দিচ্ছে ভারতের বর্তমান আবহাওয়া। এত বছরের গরমের সময় বর্তমান পরিস্থিতির মতো কখনোই হয়নি, কারণ চলতি বছরের গরমের পরিমাণ রেকর্ড ইতিমধ্যেই ভেঙে দিয়েছে। ২০১০ সালে এই সময়ে তাপমাত্রা ছিল দৈনিক ৩৩.০৯ ডিগ্রি।

কিন্তু চলতি বছরের একই মাসে .০১ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আরো বেশি বৃদ্ধি পেয়েছে। চলতি বছরের মার্চের ২০ তারিখে ৩৯.৯ ডিগ্রি তাপমাত্রা ছিল দিল্লির। অন্যদিকে এই চলতি মাসেই চন্ডিগড়, হারিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব, দিল্লী, রাজস্থানের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ৪.৫ ডিগ্রী সেলসিয়াস।

দিনের পর দিন যেন আমাদের রাজ্য বাড়ছে গরমের প্রভাব। এপ্রিল-মে মাসে যদি এই ধরনের তাপমাত্রা থাকে তবে আগামী দিনে কি গরমের প্রভাব পড়তে চলেছে সেটা ভাবলেই আঁতকে উঠতে পারে রাজ্যবাসী। তবে কেনই বা এই ধরণের পরিবর্তন হচ্ছে আবহাওয়ার? ভবিষ্যতে আবহাওয়ার ক্ষেত্রে আরো কি কি বা পরিবর্তন তৈরি হবে সেটাই এখন দেখার।