মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে ২৬টি মহিষ সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ

6
মুরালিগঞ্জ চেকপোস্ট থেকে ২৬টি মহিষ সহ দুজনকে গ্রেফতার করল বিধাননগর থানার পুলিশ

ফের একবার সাফল্য পেল পুলিশ। বৃহস্পতিবার ভোরবেলা গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ।

এরপর সেখানে একটি কন্টেনার আটক করে পুলিশ এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় মহিষ। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম আমিন(২৫) ও আবদুল্লা(৪৫)। দুজনেই উত্তর প্রদেশের বাসিন্দা।

বিধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই কন্টেনার থেকে মোট ২৬টি মহিষ উদ্ধার হয়েছে। উদ্ধার হাওয়া মহিষ বিহার থেকে আসামে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এদিন ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে বিধাননগর থানার পুলিশ।