মঙ্গলবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের মুরালিগঞ্জ চেকপোস্টে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি পিকঅ্যাপ ভ্যান আটক করে তল্লাশি চালায়।
এরপর ওই পিকঅ্যাপ ভ্যান থেকে গরু উদ্ধার করে। এই ঘটনায় দুজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম নুরউদ্দিন আহমেদ ও মোস্তফা আহমেদ। দুজনে দক্ষিণ দিনাজপুর কুশমন্ডির বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই পিকআপ ভ্যান থেকে ১২টি গরু উদ্ধার করা হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছেন বিধাননগর থানার পুলিশ।