একবার প্রতিশ্রুতি দিয়ে কোনোমতে বৈতরণি পার হওয়া গেছে ঠিকই। সেই সুযোগে বাংলা থেকে কিছু সাংসদ পাওয়া গেছে, তবে এবার সেটা করে হয়ত আর পার হওয়া সম্ভব হবে না। সামনেই ২০২৪ সালের লোকসভা নির্বাচন। তাই এবার বিজেপি সাংসদেরা সিএ এ প্রস্তাব নিয়ে অমিত শাহের কাছে উপস্থিত, তারা দাবি করছে এই প্রস্তাব চালু করার।
সাংসদ দের সাথে বৈঠকে বাংলার পঞ্চায়েত নির্বাচন ও লোকসভা নিয়ে কথা হয় তাদের মধ্যে। কিন্তু অমিত শাহকে বাংলার সাংসদেরা জানায়, সি এ এ চালু না করলে মাতুয়া ভোট হাত ছাড়া হয়ে যেতে পারে এবার। আর এই কথার পরিপ্রেক্ষিতেই নাকি অমিত শাহ সাংসদদের অর্ধেক মাস ১৫ দিন অপেক্ষা করতে বলেন, এমনটাই জানা যায় সূত্রের মাধ্যমে। আর এটা প্রকাশ্যে আসতেই সবাই প্রশ্ন করতে লাগে যে, তাহলে কি পঞ্চায়েত নির্বাচনের সময়ই বাঁ তার আগে সিএ এ চালু হবে?
যেখানে প্রধানমন্ত্রীর সাথে বঙ্গ বিজেপির বৈঠক ভেস্তে যাওয়ায় তারা একেবারে হতাশ হয়ে পরেছিল, সেখানেই অমিত শাহের সাথে সিএ এ প্রসঙ্গ নিয়ে বৈঠক করায় তারা আবার অনেকটাই উজ্জীবিত হয়ে উঠেছে বলেই মনে করা হচ্ছে। বঙ্গ বিজেপি সাংসদেরা অনেকটাই এখন উজ্জীবিত কারণ তারা স্বরাষ্ট্রমন্ত্রীর বার্তা পেয়েছে, সেখানেই সি এ এ চালু করার কথাও বলেছেন। সি এ এ আইনী স্বীকৃতি পেয়েছে কিন্তু এখনও প্রয়োগ হয়নি। এই নিয়েও কথা শুনতে হচ্ছে বঙ্গ বিজেপিকে। তবে এবার আশার বাণী শোনা যাচ্ছে, যা অনেকটাই বঙ্গ বিজেপিকে চাঙ্গা করবে বলেই মনে করা হচ্ছে।