প্রধানমন্ত্রীর সাথে বঙ্গ বিজেপির সাংসদদের বৈঠক বাতিল হয়েছে, আর এই হতাশার পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করেন বঙ্গ বিজেপির সাংসদেরা। সেখানে নাকি সাংসদেরা সিবি আই ও ইডির সক্রিয়তা বাড়ানোর কথাও বলেন তারা। কিন্তু এই কথা শোনার পরেই নাকি শাহের কাছে কড়া ধমক খান তারা। তিনি বলেন বঙ্গ বিজেপির সংঠনের অবস্থা এমন কেন? তাদের সংগঠন মজবুত করার নির্দেশ তিনি।
বাংলার সরকারের বিরুদ্ধে বিভিন্ন নালিশ করার জন্য প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে চান সাংসদেরা। কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বৈঠক বাতিল হওয়ার পরেই তারা স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং করেন। দুটি বিষয় নিয়ে কথা হয় বৈঠকে। আর সেখানেই নাকি পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী দেওয়ার আর্জি জানায়। এর পরেই ইডি ও সিবি আই এর সক্রিয়তা বাড়িয়ের দেওয়ার কথাও বলেন তারা। এর পরেই নাকি শাহ ক্ষুব্ধ হয়ে যান ও ধমক দিয়ে ওঠে। তিনি বলেন, সব কাজ নিয়ম মেনেই হচ্ছে, কেউ চুপ করে বসে নেই, কিন্তু আপনাদের সংগঠনের কি অবস্থা?
মমতা ব্যানার্জীর বিরুদ্ধে লড়াই করার জন্য সংগঠন শক্তিশালী করতে হবে। আর সেটা যতদিন না হবে সাফল্য কোনোদিন আসবে না। এই খবর বিজেপির একটি সূত্র মারফত জানা গেছে। তবে এর সাথে সিএ এ নিয়েও সাংসদেরা বল এযে, এটা চালু না করলে হয়ত মাতুয়া ভোট হাত থেকে বেড়িয়ে যাবে। তখন অমিত শাহ ১৫-২০ দিন অপেক্ষা করতে বলেন সাংসদ দের। তাহলে এবার প্রশ্ন এপ্রিলের মাঝেই কি তাহলে সিএ এ চালু হতে চলেছে?