সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই যুবতীর বেলি ড্যান্স! দেখে নিন

50
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল এই যুবতীর বেলি ড্যান্স! দেখে নিন

নাচ দেখতে আট থেকে আশি সবাই ভালোবাসে। কিন্তু সেটি যদি হয় বেলিডান্স তাহলে তো কোনো কথাই নেই। এটি এমন একটি নাচ যা দেখলে নিজেকে প্রেমে পড়ে যেতে হবে ওই বেলি ডান্সারের উপরে।

ড্রামের তালে বেলিডান্স করে সকলের মন জয় করে নিয়েছেন বিখ্যাত বেলি ডান্সার অনাস্তশিয়া বিশেরবা।

তিনি তার নাচের জাদুতে সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছেন। এই ডান্স করতে হলে শরীরকে ঠিকমতো চর্চায় রাখতে হবে। বিশেষত কোমর দুলিয়ে এই নাচ করা হলেও সারা শরীরে নাচের তরঙ্গ বয়ে বেড়ায়।

দেখুন সেই চোখ ধাঁধানো নাচ। একবার দেখলে বারবার দেখতে চাইবেন আপনি।