চীনের কাছ থেকে হাতিয়ার কিনে এখন রাজকোষ ফাঁকা হওয়ার জোগাড় বাংলাদেশের

94
চীনের কাছ থেকে হাতিয়ার কিনে এখন রাজকোষ ফাঁকা হওয়ার জোগাড় বাংলাদেশের

আন্তর্জাতিক বাজারে অস্ত্র রপ্তানির ক্ষেত্রে মোট 37 শতাংশ বাজার নিজেদের দখলে রেখেছে আমেরিকা। আমেরিকার পর দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া। এখন আবার আমেরিকা এবং রাশিয়াকে টেক্কা দিতে চাইছে চীন। বিগত এক দশকে চীনের কাছ থেকে প্রচুর হাতিয়ার কিনেছে বাংলাদেশ। তবে চীনের কাছ থেকে হাতিয়ার কেনাই কাল হয়ে দাঁড়ালো বাংলাদেশের।

গত কয়েকবছরে চিন থেকে নৌবাহিনীর জন্য টাইপ 053H3 ফ্রিগেট বা রণতরী কিনে ফেলেছে বাংলাদেশ। বায়ুসেনার জন্য কে-৮ যুদ্ধবিমান, ট্রেনার বিমান ও সেনাবাহিনীর জন্য মিসাইল ডিফেন্স সিস্টেমও কেনা হয়েছিল। প্রায় আড়াই বিলিয়ন মার্কিন ডলার খরচ করে চীনের থেকে এই রণ সামগ্রী কিনেছে বাংলাদেশ।

তবে মাত্র কয়েক বছরের মধ্যেই হাতিয়ারের গুণগত মান এবং কার্যগত ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে। একের পর এক যান্ত্রিক ত্রুটি দেখা দিচ্ছে হাতিয়ারগুলিতে। সেগুলিকে সারাতে গিয়েই কার্যত বাংলাদেশের রাজকোষ ফাঁকা হওয়ার জোগাড়। চিনা সংস্থা ‘Poly Technologies Inc’-এর তৈরি রণতরীগুলির ‘ফায়ার কন্ট্রোল সিস্টেম’ অর্থাৎ জাহাজের হাতিয়ারগুলিকে নিয়ন্ত্রণ করার প্রণালীতে সমস্যা দেখা দিয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে আবার জাহাজগুলির জাইরো কম্পাস ও হেলিকপ্টারে জ্বালানি ভরার সিস্টেমেও সমস্যা দেখা দিয়েছে। চিন থেকে কেনা DA-40 বেসিক ট্রেনার বিমানগুলিতেও প্রযুক্তিগত ত্রুটি দেখা দিয়েছে বলে জানা গিয়েছে। কে-৮ যুদ্ধবিমানগুলির হাতিয়ারেও সমস্যা দেখা দিয়েছে। FM-90 মিসাইল ডিফেন্স সিস্টেম নিয়েও সমস্যা রয়েছে।