দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আক্ষেপের সুর রচনা ব্যানার্জির কণ্ঠে

8
দিদি নাম্বার ওয়ানের মঞ্চে আক্ষেপের সুর রচনা ব্যানার্জির কণ্ঠে

দিদি নাম্বার ওয়ানের মঞ্চে ঘটলো অবাক করা কান্ড। দুশ্চিন্তাগ্রস্থ অবস্থায় দেখা গেল একজন মাকে, যিনি আর কেউ নন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী রচনা ব্যানার্জি। তিনি একজন জনপ্রিয় অভিনেত্রী হবার সাথে সাথে একজন মাও, একা হাতে মানুষ করেন তাঁর একমাত্র ছেলে রৌনক বসু ওরফে প্রনীলকে।

ঘরে বাইরে তিনি যে সমান দক্ষ তা তিনি ভালো করে বুঝিয়ে দিয়েছেন সকলকে। তবে হঠাৎ রিয়েলিটি শোয়ের মঞ্চে শোনা গেল সঞ্চালিকার আক্ষেপের সুর কিন্তু কেন এ আক্ষেপ? আর কেনইবা এমন পরিস্থিতি তৈরী হল তা নিয়ে অনেকেরই মনে প্রশ্ন জেগেছে। সদ্য দিদি নাম্বার ওয়ানের মঞ্চে দেখা গিয়েছিল অভিনেতা সৌম্যদীপ মুখোপাধ্যায়কে সঙ্গে তাঁর মা মিঠু মুখোপাধ্যায়কে। তবে অনেকেই এই সৌমদীপ মুখোপাধ্যায়কে চেনেন জি বাংলার জনপ্রিয় সিরিয়াল জগদ্ধাত্রীর স্বয়ম্ভূ নামে কিন্তু পর্দার স্বয়ংম্ভূ বাস্তবের সৌমদীপের সাথে কতটুকু মিল রয়েছে সেই নিয়ে প্রশ্ন তোলেন জনপ্রিয় সঞ্চালিকা রচনা ব্যানার্জি। তার প্রত্যুত্তরে সৌম্যদীপের মা মিঠু মুখোপাধ্যায় জানান ছোটবেলায় দুরন্ত হলেও ১৫-১৬ বছর বয়সের পর থেকে আসতে আসতে তাঁর ছেলে একদমই শান্ত হয়ে গিয়েছিল।

মিঠু দেবীর এহেন কথার প্রসঙ্গে রচনা ব্যানার্জি বলে ওঠেন তাঁর ছেলেও এখন ১৫ বছরের। কিন্তু শান্ত হবার কোন প্রকার কোন লক্ষণই তাঁর চোখে পড়ছে না। তাই একপ্রকার চিন্তায় ঘুম উড়েছে অভিনেত্রীর। তবে তাঁকে আশ্বস্ত করেছেন সৌম্যদীপের মা মিঠু মুখোপাধ্যায়, তিনি বলেন ধীরে ধীরে সবটুকুই ঠিক হয়ে যাবে তাঁর ছেলেও অর্থাৎ সৌম্যদীপও অত্যন্ত দুরন্ত ছিল সামলানো দায় হয়ে পড়তো কিন্তু ধীরে ধীরে শান্ত হয়ে উঠেছে।

শেষ পর্যন্ত ভগবানকে স্মরণ করে রচনা ব্যানার্জি বলেন তাই যেন হয়। ভিডিওটি ইতি মধ্যেই সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে। কারণ দিদি নাম্বার ওয়ানের মতো জনপ্রিয় রিয়ালিটি শো এখনো পর্যন্ত বাংলায় তৈরি হতে পারেনি তাই দিদি নাম্বার ওয়ানের রিয়েলিটি শোয়ের বিভিন্ন ভিডিও নিমেষে ভাইরাল হয়ে পড়ে।