মাত্র ১০০০ টাকায় বুকিং করা যাচ্ছে বাজাজ পালসার এন ২৫০ এবং এফ ২৫০

89
মাত্র ১০০০ টাকায় বুকিং করা যাচ্ছে বাজাজ পালসার এন ২৫০ এবং এফ ২৫০

উৎসবের মুহুর্তে গাড়িপ্রেমীদের জন্য সুখবর শুনিয়েছে বাজাজ। এই উৎসবে যারা নতুন গাড়ি বাড়িতে আনতে চান তাদের জন্য নিতান্তই সস্তা অফার দেওয়া হচ্ছে। বাজাজ মোটরস তাদের জনপ্রিয় দুটি বাইক, বাজাজ পালসার এন ২৫০ এবং এফ ২৫০ লঞ্চ করেছে বাজারে।

১২৫ সিসি এবং ২৫০ সিসি পর্যন্ত ইঞ্জিন রয়েছে এই গাড়িতে। মাত্র কয়েক দিনের মধ্যেই অনলাইনে গাড়িটিকে বুক করে দিতে পারবেন। যদি এখনই গাড়ি বুক করতে চান তাহলে তার জন্য খরচ হবে মাত্র এক হাজার থেকে 5 হাজার টাকা। নতুন বাইকের টেস্ট ড্রাইভিং করতে হলেও টাকা লাগবে।

কোম্পানি তরফ থেকে জানানো হয়েছে বুকিং করার মাত্র এক সপ্তাহের মধ্যেই গাড়িটি গ্রাহকের হাতে তুলে দেওয়া হবে। আগামী দশই নভেম্বর থেকে অনলাইন বুকিংয়ের সুবিধা দেওয়া হচ্ছে। আজ থেকে কুড়ি বছর আগে এই একই দিনে পালসারের নতুন মডেল লঞ্চ করা হয়েছিল।

আগের তুলনায় গাড়ির চেহারায় অনেক পরিবর্তন আনা হয়েছে। টেলিস্কোপিক সাসপেনশন ফর্ক রাখা হয়েছে গাড়িতে। ২৪.৬ পাওয়ারের ইঞ্জিন ৫ স্পিডের ট্রান্সমিশন মোড দিয়েছে গাড়িটিকে। বাজাজ অটোর দাম দেড় লাখ টাকার কম। দিল্লিতে দুটি গাড়ির এক্স শোরুম প্রাইস রাখা হয়েছে এক লক্ষ ৪০ হাজার টাকার কম।