বাগদা বিচ! জানুন কোথায় আছে কিভাবে পৌঁছবেন?

8
বাগদা বিচ! জানুন কোথায় আছে কিভাবে পৌঁছবেন?

বাঙালির ছুটি মানেই দুটো বিষয় মাথায় আসে এক একটা দারুন খাওয়া দাওয়া করে জমিয়ে ঘুম। আর নয়তো ব্যাগ পত্র প্যাক করে নিয়ে দু একদিনের জন্য রোজকার নিয়মের বাইরে বেরিয়ে ঘুরে আসা কোনো কাছাকাছি জায়গায়। কিন্তু যাওয়া যায় কোথায়? দীঘা, পুরি, দার্জিলিং তো বেশির ভাগ লোকেরই ঘোরা। অনেকের একঘেয়েও লাগে। তাই কাছ পিঠে বেড়ানোর কথা ভাবলে এক নতুন ডেস্টিনেশনের কথা ভাবা যেতেই পারে। আর সেটি হলো বাগদা বিচ। কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টার দূরত্বে এই বিচে পৌঁছে যাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক এই বিচে কিভাবে পৌঁছবেন আর সেখানে থাকবেনই বা কোথায়।

বাগদা বিচ যেতে বেশি না লাগবে সময় না লাগবে বিশাল টাকা। কলকাতা থেকে যদি আপনি যাত্রা শুরু করতে চান তাহলে আপনাকে প্রথমে পৌঁছে যেতে হবে হাওড়া স্টেশন। সেখান থেকে ফালাকনামা এক্সপ্রেসের তিন ঘন্টার যাত্রায় পৌঁছে যাবেন উড়িষ্যার বালাসোড়ে। সেখান থেকে গাড়ি ভাড়া করে প্রায় এক ঘন্টার জার্নিতে পৌঁছে যাবেন ডেস্টিনেশন বাগদা বিচে। বাগদা বিচে “My eco camp” নামে পেয়ে যাবেন অসাধারণ এক বিচ ক্যাম্প। এই ক্যাম্পে আপনি পেয়ে যাবেন সুস্বাদু সব বাঙালি রান্না।বাগদা বিচে বেশ নির্জন নিরিবিলি পরিবেশ সামনে অনন্ত সমুদ্র সৈকত আপনাকে মুগ্ধ করবেই সাথে থাকবে পাহাড়ের মনমুগ্ধকর আহ্বান।

সব মিলিয়ে বেশ জমজমাট কাটানো যাবে যে কটা দিন থাকা যায় ওখানে।
আসুন জেনে নেওয়া যাক ওই ক্যাম্পের প্যাকেজ কেমন রয়েছে সেই ব্যাপারে।
১. টেন্ট প্রতি জন মাথা পিছু ১৫০০ টাকা প্রতিদিন ( চার বার আহারদি সহ )।

২. কমন বাথ কটেজ: প্রতি জন পিছু ১৪০০ টাকা।

৩. অ্যাটাচ বাথ কটেজ : ১৮০০ টাকা প্রতি জন পিছু।

যারা বাচ্চাদের নিয়ে যাবেন তাদের জন্য থাকছে কিছু ডিসকাউন্ট। তাদের জন্য লাগবে ৫০% টাকা।
তাই অল্প সময়ে বেরিয়ে আসতে মন চাইলে অনায়াসেই বেরিয়ে আসতে পারেন বাগদা বিচ।