18 টি তলে অন্ততপক্ষে 2243টি ফ্ল্যাট! সেখানে সব মিলিয়ে থাকেন প্রায় 10 হাজারেরও বেশি মানুষ! এমনই একটি দৈত্যাকার বিল্ডিং রয়েছে চীনের হংকং শহরে। বাইরে থেকে দেখলেই যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে চায়। ঐ আবাসনের প্রতিটি ফ্ল্যাট যেন একেকটি খুপরি। তবে সেই খুপরি ঘরেই বাস করছেন হাজার হাজার মানুষ। চীনের এই বিশাল আবাসনের নাম এর আকৃতির মতই, মনস্টার বিল্ডিং।
হংকংয়ের কোয়ারি বে-র ইয়ায়ু মান স্ট্রিটের 2 থেকে শুরু করে 32 নম্বর পর্যন্ত দখল করে নিয়েছে এই মনস্টার বিল্ডিং। এখানে কল্পকাহিনী নির্ভর বেশকিছু সিনেমার শুটিং হয়েছিল। বাড়ির ভৌতিক পরিবেশ বেশ সহায়ক হয়ে উঠেছিল সিনেমার পক্ষে। ‘গোস্ট ইন দ্য সেল’ এবং ‘ট্রান্সফর্মার এজ অফ এক্সটিনশন’ ছবি দুটির শুটিং হয়েছিল এখানেই। এছাড়াও ‘ল্যাবেরিন্থ’ এবং ‘কেভ মি ইন’ নামের দুটি গানের শুটিং হয়েছিল এখানে।
চিত্র গ্রাহকদের জন্য ছবি তোলার অত্যন্ত আকর্ষণীয় ক্ষেত্র হয়ে উঠেছে এই আবাসন। তাই এখানকার বাসিন্দারা বাধ্য হয়ে বাইরে নোটিশ ঝুলিয়ে রেখেছেন, ছবি তুলতে হলে ভিতরে ঢুকবেন না। মনস্টার বিল্ডিং দেখতে অনেকটা ইংরেজি অক্ষর ‘ই’ এর মতো। ষাটের দশকে দেশের সরকারি ভর্তুকিতে নিম্নবিত্তদের জন্য এই আবাসন গড়ে তোলা হয়েছিল। তখন তার নাম ছিল ‘বাকগা সানজুন’। এখন অবশ্য নাম বদলে গিয়েছে।
1972 সালে এই বিল্ডিং বিক্রি করে দেওয়া হয়। পাঁচটি আলাদা আলাদা ব্লকে ভাগ করে দেওয়া হয়েছিল বিল্ডিংটিকে। ফুক সেয়ং বিল্ডিং, মন্তানে ম্যানসন, ওসিয়নিক ম্যানসন, ইক সেয়ং বিল্ডিং এবং ইক ফ্যাট বিল্ডিং, এর মধ্যে সবথেকে উঁচু ওসিয়নিক ম্যানসন। ইনস্টাগ্রামে ব্যাপক জনপ্রিয় মনস্টার বিল্ডিং।