আইসক্রিম খেতে আমরা সবাই ভালবাসি। বিশেষ করে এই গ্রীষ্মের সময়টাতে। আইসক্রিম ফ্রিজের বাইরে বেশিক্ষণ রেখে দিলেই গলে জল হয়ে যায়। কিন্তুএকটি আইসক্রিমে জ্বলল আগুন, তবু গলল না।
সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা দিয়েছে, জনৈক গ্রাহক ‘চাইসক্রিম’ সংস্থার তৈরি একটি আইসক্রিমের গায়ে একটি লাইটারের শিখার ঠেকিয়ে পরীক্ষা করছেন। ভিডিয়োটিতে তিনি জানান, পণ্যটির পোড়া গন্ধ পাওয়া যাচ্ছে। তবে, তা গলছে না।
আরেক চিনা সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী প্রায় আধ ঘন্টা ৩১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ‘চাইসক্রিম’ ব্র্যান্ডের একটি আইসক্রিম রেখে দেওয়ার একটি ভিডিয়ো রেকর্ড করেছেন। দেখা যাচ্ছে, আইসক্রিমটি গলেছে। তবে, সাধারণ আইসক্রিম যেমন গলে তরলে হয়ে যায়, এই ক্ষেত্রে তেমনটা হয়নি। বরং পণ্যটি আঠালো হয়ে গিয়েছে।