বাড়ির আরশোলা দূরে পালাবে এই টোটকা জানা থাকলে

11
বাড়ির আরশোলা দূরে পালাবে এই টোটকা জানা থাকলে

মানুষের ঘরবাড়িতে একাধিক সমস্যা থাকেই। তারমধ্যে অন্যতম সমস্যা হল পিঁপড়ে এবং আরশোলার সমস্যা। খাবার বা কিছু সামগ্রী রেখে দিলেই শুরু হয় এদের উৎপাত। জেনে নিন ঘরোয়া টোটকায় কিভাবে আরশোলা তাড়াবেন।

আমরা অনেকক্ষেত্রেই বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করি আরশোলা তাড়ানোর জন্য। কিন্তু এতে বাড়ির শিশুদের ক্ষতি হতে পারে। তেজপাতা গুঁড়ো করে নিন, তারপর ওই গুঁড়োকে ঘরের চারদিকে আনাচে কানাচে ছিটিয়ে দিন। আরশোলা এর গন্ধ একদম সহ্য করতে পারেনা।

রান্নাঘরের আলমারিতে আরশোলা বেশি বাসা বাঁধে। সেখানে লবঙ্গ রেখে দিন। লবঙ্গের গন্ধে আরশোলা সেখানে থাকবেনা।

বরিক পাউডার ও চিনি মিশিয়ে রান্নাঘরের কোনায় রেখে দিন। আরশোলা এই উপায়েও তারানো যায়। রান্না ঘরে নিম তেল বা নিম পাতার গুঁড়ো রাখতে পারেন। এতে আরশোলা দূর হয়।