প্রতিবেশীর সাথে বাগবিতন্ডা! থানা পর্যন্ত ছুটল শ্রাবন্তী এবং তার ছেলে

10
প্রতিবেশীর সাথে বাগবিতন্ডা! থানা পর্যন্ত ছুটল শ্রাবন্তী এবং তার ছেলে

অভিনয়ের মাধ্যমে নয় বেশিরভাগ ব্যক্তিগত চর্চা নেই খবরে থাকতে ভালোবাসে শ্রাবন্তী। তার বিয়ে করার সংখ্যা নিয়ে অনেকেই প্রশ্ন তোলো। কেউ বা তার পক্ষে কথা বলে আবার কেউ বা তার বিপক্ষে । কিন্তু তাতে তার যায় আসে না, অভিনয় নিয়ে যতটা অ্যাক্টিভ থাকে সে ঠিক ততটাই বাস্তব জীবনেও অ্যাক্টিভ তিনি।

তবে এবার এমন একটি খবর সামনে এসেছে যার সাথে তার ছেলেও জড়িত রয়েছে। আসলে এর আগেও অনেকবার তার ছেলের খবর সামনে এসেছে। এবারও মা ও ছেলের মাঝরাতে থানায় ছোটার খবর সামনে এসেছে। আসলে বাইপাসের ধারের বিলাসহুল আবাসন আরবানায় থাকেন শ্রাবন্তী, আর সেখানকার এক বাসিন্দার সাথে নাকি তর্কে জড়িয়ে পরে শ্রাবন্তীর ছেলে।

তবে খবর পাওয়া যায় বাগবিতন্ডা এতদূর গড়ায় যে শ্রাবন্তীর ছেলের উপর চড়াও হয় সেই বাসিন্দা। আর তারপরেই মা ও ছেলে মাঝরাতে ছোটে থানায়। কথা কাটাকাটি এমন একটি পর্যায়ে চলে যায় ও এমন জটিল আকার ধারণ করে তার ফলে তারা সকলে পৌঁছে যায় আনন্দপুর থানায়। তবে থানায় গিয়ে কোনো এফআইআর দায়ের করা হয়নি, সমস্ত ব্যাপারটা কথার মাধ্যমে মীমাংসা হয় বলে জানা যায়।