জামিনের আর্জি খারিজ হল অনুব্রত মণ্ডলের

14
জামিনের আর্জি খারিজ হল অনুব্রত মণ্ডলের

অনুব্রত মণ্ডলের বাড়ি ফেরা এবার তাহলে হচ্ছে না, কারণ তার জামিনের আর্জি খারিজ করে দেওয়া হল আজ। আর সেই কারণেই আপাতত তিহার জেলেই থাকতে হচ্ছে অনুব্রত মণ্ডল কে। বুধবার অনুব্রত মণ্ডলের জামিনের আর্জি খারিজ করে দেওয়া হল দিল্লির রাইস এভিনিউ এর পক্ষ থেকে। অনুব্রত মণ্ডলের আইনজীবী মুদিন জৈন, অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আর্জি করেছিল। কিন্তু এবার সেই আর্জিকেই খারিজ করে দিল আদালত।

এদিকে তিহার জেলের কাছ থেকে বারবার মেডিকেল রিপোর্ট চাওয়া সত্ত্বেও কোনভাবেই সেটা দেওয়া হয়নি বলে অভিযোগ জানিয়েছে অনুব্রত মন্ডলের আইনজীবী। এই সমস্ত আদালতে বলা হলেও কোন কিছুই গ্রাহ্য করা হয়নি। আর জামিনের আর্জি করা হলেও সেটাকে খারিজ করে দেওয়া হয়।

আদালতের এই সিদ্ধান্তে অনেকটাই চাপে অনুব্রত মণ্ডল, ইতিমধ্যেই মেয়ে ও বাবাকে সামনাসামনি বসিয়ে প্রশ্ন করা হয়েছে। আর সেই কারণেই আরও বেশী চাপের মধ্যে অনুব্রত মণ্ডল, তাই অনেকে মনে করছে হয়তো এখনি জামিনের আশা না করাই ভালো অনুব্রত মণ্ডলের।