হঠাৎ করে অনুপম খেরের কি এমন হলো যার কারণে সুট বুট পড়ে নিজের গাড়ি ছেড়ে অটোতে চড়তে হলো তাকে? বর্তমানে অনুপম খের মুম্বাই ছেড়ে দিল্লিতে রয়েছেন। আর সেখানে তিনি এই কান্ড ঘটালেন। ঘটনার পর কারণ জানা গিয়েছে যে, আসলে মুক্তির অপেক্ষায় এই বর্ষীয়ান অভিনেতার সিনেমা শিব শাস্ত্রী বালবোয়া। গতকাল রবিবার সেই ছবির প্রিমিয়ার থাকায় সে উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। কিন্তু দিল্লির যানজটের কারণে তার গাড়ি আটকে যায়, আর তাকে বাধ্য হয়েই অটোতে উঠতে হয়। পরে অটো থেকে যখন তিনি নেমে কনট প্লেসে সিনেমার দিকে যাওয়ার জন্য প্রস্তুত হন তখন সবাই তাকে করমর্দন করে স্বাগত জানাতে ব্যস্ত হন। এই যে ছবির প্রিমিয়ারে তিনি যাচ্ছিলেন সেখানে শিব শাস্ত্রী বালবোয়াতে নীনা গুপ্তা, নার্গিস ফাকরি এবং শরীব হাশমিও গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন।
তিনি তার ছবি পোস্টার নিয়েও সাংবাদিকদের নিজের মতামত জানায়। তিনি স্পষ্ট জানায় এই ছবি কিন্তু বয়স্কদের আশেপাশের একঘেয়ে জিনিস নিয়ে নয়। কোনো একঘেয়ে গল্প নয় এই ছবির। কারণ এতে শান্তি খোঁজার বার্তা রয়েছে।শিব শাস্ত্রী বালবোয়া জীবনের মশলা, জীবনের টুকরো নয়।।