চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের

15
চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের

মালদা-চলন্ত ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। মৃতদেহ আনা হলো ময়না তদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে মালদা জেলার ইংরেজবাজার থানার অন্তর্গত কৃষ্ণপল্লী এলাকায়।

মৃত বৃদ্ধের নাম তপন মন্ডল বয়স পঞ্চান্ন বছর বাড়ি মালদা জেলার মোথাবাড়ি থানার রাজা রামটোলা এলাকায়। পরিবারের রয়েছে স্ত্রী প্রমিলা মন্ডল।

পরিবার স্থানের সূত্রে জানা যায় বিগত তিন দিন আগে মালদা জেলার গাজোল থানা এলাকায় আত্মীয়র বাড়িতে গিয়েছিল জমি সংক্রান্ত বিষয় নিয়ে কাজের জন্য। সেখান থেকে বাস গাড়ি করে মালদা শহরের কৃষ্ণপল্লী এলাকায় নামে। ফোন করতে করতে রেল লাইনের ওপরে উঠে যায় সেই সময় মালদা টাউন ট্রেন যাচ্ছিলেন।

যাওয়ার সময় ট্রেনে ধাক্কা লাগে ওই বৃদ্ধের। ঘটনাস্থলে ছিটকে পড়েন ওই বৃদ্ধ এবং সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রেল পুলিশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে আছে পরিবারের সদস্যরা। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।