ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দিল আমেরিকা

4
ম্যাকমোহন লাইনকে আন্তর্জাতিক সীমানা হিসেবে স্বীকৃতি দিল আমেরিকা

মার্কিন সেনেটে পেশ করা একটি প্রস্তাবনায় জানানো হয়েছে যে ম্যাকমোহন লাইনকে এবার অরুণাঞ্চল প্রদেশ এবং চীনের মধ্যে আন্তর্জাতিক সীমানা হিসেবে আমেরিকা স্বীকৃতি দিয়েছে। মার্কিন সিনেটের একটি প্রস্তাবনায় জানানো হয়েছে যে, অরুণাঞ্চল প্রদেশ হলো ভারতের একটি অখণ্ড এবং অবিচ্ছেদ্য অংশ।

তবে, যেভাবে চীন অরুণাচল সীমান্তে অগ্রসি সামরিক পদক্ষেপ করছে সেটা একদমই ঠিক নয়। ম্যাকমোহন লাইন হল ভারত এবং চীনের মধ্যে যে সীমানা টানা হয়েছে সেটা। এই নামকরণ করা হয়েছে স্যার হেনরি ম্যাকমোহনের নামে। এই সীমানাটি দৈর্ঘ্য হল ৮৯০ কিলোমিটার।

নির্দিষ্ট একটি সীমান্তের জন্য ১৯১৪ সালের সিমলা চুক্তি স্বাক্ষর হয় যেখানে করেছিল ব্রিটিশ শাসনে থাকা ভারত এবং তিব্বত। তবে এরকম ছাড়াও অরুণাচল প্রদেশকে চিন নিজেদের অংশ বলেই দাবি করছে। মার্কিন সেনেটে এই প্রস্তাব পেশ করেছেন সেনেটার বিল হ্যাগার্টি এবং স্যানেটর জেফ মারকলে।

২০২০ সালের এপ্রিল এবং মে-তে পূর্ব লাদাক সীমান্তে দুটি দেশের মধ্যে সীমান্ত সংঘাত হয়, যার মধ্যে প্রদেশে অগ্রাসী হতে চেষ্টা করেছে চিন, কিন্তু সেই সময় সেই চিনের অগ্রাসরকে রুখে দেয় ভারতের সেনারা। অরুণাঞ্চল প্রদেশকে সবসময় নিজেদের দেশের অংশ বলে দাবি করেন বেজিং তবে সেই দাবি একদমই উড়িয়ে দিয়ে চলেছে নয়া দিল্লি।