অক্ষয় কুমারের কেদারনাথ দর্শনের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় শোরগোল

4
অক্ষয় কুমারের কেদারনাথ দর্শনের ভিডিও নিয়ে নেট দুনিয়ায় শোরগোল

নব্বই দশক থেকে শুরু করে এতদিন পর্যন্ত বলিউডে সমান তালে রাজ করছিলেন অক্ষয় কুমার। তবে বর্তমানে বলিউডের অ্যাকশন হিরো অক্ষয় কুমার যেন তাঁর ম্যাজিক নিয়ে আর ধরা দিতে পারছেন না বক্স অফিসে। তাঁর একের পর এক ছবি মুখ থুবড়ে পড়ছে। ‘পৃথ্বীরাজ’ থেকে শুরু করে ‘রক্ষাবন্ধন’, ‘রামসেতু’, ‘সেলফি’,‘বচ্চন পাণ্ডে’ এমনকি ‘বেল বটম’ও সাফল্য পায়নি। এহেন পরিস্থিতিতে নিন্দুকরাও মুখ খুলবে, এটাই তো স্বাভাবিক। তারা অভিযোগ করেছেন, ছবিতে অভিনয়ের পাশাপাশি বারবার গেরুয়া রাজনীতির জয়জয়কার করেছেন অক্ষয়। সম্প্রতি অক্ষয় কুমারের কেদারনাথ দর্শনের ভিডিও নেট দুনিয়ায় ব্যাপক সাড়া জাগিয়েছে।

আর তারপরই কটাক্ষের শিকার হয়েছেন বলিউডের খিলাড়ি। এ প্রসঙ্গে অভিনেতার পুরানো এক সাক্ষাৎকারের ভিডিও শেয়ার করে কটূক্তি করতেও পিছপা হননি নেটজনতা।

সেই সাক্ষাৎকারে অক্ষয় বলেছিলেন, মন্দিরে যাওয়া মানে শুধুই টাকা নষ্ট। আগে তিনি বৈষ্ণোদেবীকে ১-২ লক্ষ টাকা করে দিতেন ঠিকই, তবে একদিন তাঁর মনে হয় ঈশ্বরের বদলে যদি কোনো অসহায় মানুষকে টাকাটি দেওয়া যায় তাহলে তাতে তার উপকারহবে। অক্ষয় মন্দিরে দুধ ও তেল দেওয়ার বিরোধিতাও করেছিলেন।

এখানে অক্ষয়কে সুবিধাবাদী বলে কটাক্ষ করে নেটিজেনরা লেখেন, “এখন কেন মন্দিরে যাচ্ছেন? মন্দিরে তো টাকা নষ্ট করা হয়? তাহলে ওখানে এখন যাওয়ার কি প্রয়োজন?” এর আগে অবশ্য আরও একজন লেখেন, “এবার তাহলে আগামী ছবিটা হিট। তাইতো!”