বিনোদনের দুনিয়ার সর্বোচ্চ করদাতা হলেন অক্ষয় কুমার!

16
বিনোদনের দুনিয়ার সর্বোচ্চ করদাতা হলেন অক্ষয় কুমার!

এই নিয়ে পরপর পাঁচবার বিনোদনের দুনিয়ার সর্বোচ্চ করদাতা হলেন অক্ষয় কুমার। সাম্প্রতিক অভিনেতার এই সাফল্যের জন্য তাকে স্মারক হিসেবে আয়কর দপ্তরের তরফ থেকে একটি সম্মানপত্র দেওয়া হয়েছে। এই মুহূর্তে ব্রিটেনে শুটিং করছেন অক্ষয় কুমার। তার মাঝেই অনুরাগীদের সুখবর দিলেন তিনি।

অক্ষয় কুমারকে যে সম্মানপত্র দেওয়া হয়েছে যেখানে লেখা আছে তার হাতে এই মুহূর্তে সবথেকে বেশি ছবি আছে। ব্রান্ড ইনডোর্সমেন্ট এর ক্ষেত্রে শীর্ষে রয়েছেন তিনি। তিনি দেশের সর্বোচ্চ আয়কর দাতা। এই সার্টিফিকেট সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে।

উল্লেখ্য 90 এর দশকে সৌগন্ধ ছবির হাত ধরে বলিউডে অভিষেক হয়েছিল অক্ষয় কুমারের। বলিউডের তিন খান এবং অজয় দেবগনদের মাঝে তিনি নিজের জায়গা করে নিয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি মার্শাল আর্টেও সিদ্ধহস্ত তিনি। গত পাঁচ বছর ধরে তিনি বিনোদনে দুনিয়াতে সব থেকে বেশি কর দিয়ে আসছেন।

শেষবার অক্ষয়কে সম্রাট পৃথ্বীরাজ ছবিতে দেখা গিয়েছিল। ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। সামনে অক্ষয় কুমারের রক্ষা বন্ধন, রামসেতু, সেলফির মত একাধিক ছবি অপেক্ষা করে রয়েছে। সেই ছবিগুলো মুক্তি পাওয়ার আগেই মিলেছে এই সুখবর।