আরেকটু হলেই মুখোমুখি সংঘর্ষ প্রায় হয়েই যেত আকাশ পথে, আজ্ঞে হ্যা এয়ার ইন্ডিয়া ও নেপাল এয়ারলাইন্স এই দুটি বিমানের মধ্যে ভয়ঙ্কর এক দুর্ঘটনা হতে হতে বেচে গেছে। নেপালের আকাশে ঘটেছে এই ঘটনাটি, যেটা কোনোভাবে এড়ানো গেছে । সিভিল এভিয়েশন অথরিটি অফ নেপালের তরফ থেকে জানানো হয়েছে এয়ার ট্রাফিকের গন্ডোগোলের কারণেই এমনটা ।
ইতিমধ্যেই ক্যান এর ৩ জন এয়ার ট্রাফিক কন্ট্রোলারকে সাস্পেন্ড করা হয়েছে। নেপালের ঘা কিন্তু এখনও শুকোয় নি, কারণ কিছুদিন আগেই নেপালের এক বিমান দুর্ঘটনা হয়েছিল। তারপরে কিভাবে এত গাফিলতি? সেই বিমান দুর্ঘটনায় ৭১ জনের মৃত্যু হয়েছে। তবে এবারের দুইটি বিমান একটুর জন্য বেচে গেল।
জানা যাচ্ছে, দিল্লি থেকে নেপালের দিকে উড়ে যাচ্ছিল এয়ার ইন্ডিয়ার বিমান, আর মালয়েশিয়ার কুয়ালালাম্পুর থেকে নেপালের কাঠমান্ডুর দিকে উড়ে আসছিল নেপাল এয়ারলায়ান্সের A320 বিমান। দুটি বিমানের নামার কথা ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে।
আর একটি বিমান ছিল ১৯ হাজার ফুট উচ্চতায় ও আরেকটি বিমান ছিল ১৫ হাজার ফুট উচ্চতায়। পরে হঠাত করে রাডারে ধরা পরতেই দেখা যায় দুটি বিমান খুব কাছাকাছি চলে এসেছে। তারপরে তৎক্ষণাৎ ৭ হাজার ফুট উচ্চতায় নেমে আসে নেপাল এয়ারলাইন্সের বিমান।।