ফের কালো ড্রেসে বোল্ড ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

11
ফের কালো ড্রেসে বোল্ড ছবি শেয়ার করলেন শ্রাবন্তী

বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তাঁর স্টাইল তাঁর অভিনয় তার সৌন্দর্য সবটাই দর্শকদের মুগ্ধ করতে বাধ্য। কিন্তু সবচেয়ে বেশি যে বিষয় নিয়ে তিনি আলোচিত বা সমালোচিত হন তা হলো তাঁর ব্যাক্তিগত জীবন। তাঁর একাধিক প্রেম নিয়ে প্রায়ই সংবাদ মাধ্যমের প্রথম পেজ দখল করেন তিনি। তাঁর ৩ টি বিয়ে ও তিনটিই ডিভোর্স সবটা নিয়েই তিনি বারে বারে কটাক্ষের শিকার হয়েছিলেন।

তবে তাঁর সৌন্দর্যের কাছে এই এত সমালোচনা ফিকে হয়ে যায়। তাঁর বয়স ৩০ পেরলেও এই অভিনেত্রীর সৌন্দর্যে যে তাঁর কোনও প্রভাবই পড়েনি, এই কথা অস্বীকার করা যায় না। তাঁর এক একটি কিলার লুককে খুবই পছন্দ করেন অনুরাগীরা। আসলে, অভিনেত্রী শাড়িতে সাজুন কিংবা বোল্ড পশ্চিমী পোশাকে তাক লাগান, তাঁকে এতটাই অপূর্ব দেখায় যে চোখ ফেরানোর কোনও উপায়ই থাকে না।

এবার তাঁকে একটি কালো আউটফিটে ইনস্টাগ্রামে নতুন ফটোশ্যুটের ছবি শেয়ার করতে দেখা গেলো। দুর্দান্ত দেখাচ্ছে তাঁকে, আসুন দেখে নেওয়া যাক কেমন ছিল তাঁর এই পোশাক।
কালো রঙের এই মনোক্রম্যাটিক আউটফিটে সত্যিই অসাধারণ লাগছে অভিনেত্রীকে। সেই কথা অস্বীকার করার কোনও জায়গাই নেই। শ্রাবন্তীর এই লুকটি শুধুই নজরকাড়া নয়, বেশ বোল্ডও।

শ্রাবন্তী চট্টোপাধ্যায় একটি কালো রঙের ড্রেস পরেছেন। এই ড্রেসে একটি বাস্টিয়ার এবং স্কার্ট রয়েছে। কালো মনোক্রম্যাটিক হওয়ায় লুকটি বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে। কর্সেট টপ যোগ করা হয়েছে এই ড্রেসে। বলে রাখা ভালো, কর্সেট কিন্তু এখন বেশ ট্রেন্ডিং।
বলি থেকে টলি, অভিনেত্রীরা যথেষ্ট পছন্দ করছেন এই ধরনের টপ। শ্রাবন্তীর কর্সেট টপটিও দুর্দান্ত। কালো এই কর্সেটের উপর ছোট ছোট ফ্লোরাল এমবেলিশমেন্ট রয়েছে। সব মিলিয়ে দুর্দান্ত লাগছে অভিনেত্রীকে।