স্লিভলেস ব্লাউজ আর শাড়ি পরেই চেন্নাই এক্সপ্রেসের গানে তুমুল নাচ! ভাইরাল ভিডিও

40
স্লিভলেস ব্লাউজ আর শাড়ি পরেই চেন্নাই এক্সপ্রেসের গানে তুমুল নাচ! ভাইরাল ভিডিও

আজকাল সবাই শুধুমাত্র নিজে সোশ্যাল মিডিয়ায় পরিচিত হওয়ার জন্যই ভিডিও আপলোড করে না, এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মটিকে আবার অনেকেই তাদের ব্যবসায়িক বিষয়ের জন্য কাজে লাগান। সাম্প্রতিক সময়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে, ৪ কন্যা আবার নাচের তালে মেতে উঠেছে আর তার সাথে মেতে উঠেছে সমস্ত সোশ্যাল প্রেমীরাও।

অবশ্য এটি ৪ মহিলার একটি গ্রুপ, সোশ্যাল সাইটে তাদের একটি নিজস্ব পেজও আছে এবং সেই পেজের নাম হল দ্য ইন্ডিয়ান এথনিক কোং। এই পেজ থেকে মূলত তাদের বেশির ভাগ সময়ই সমস্ত ভিডিও ভাইরাল হয়ে থাকে। তবে বেশিরভাগ সময়ই ভিডিওগুলিতে ৪ মহিলার পরনেই থাকে শাড়ি এবং তারা শাড়ি পড়ে বিভিন্ন বলিউডের জনপ্রিয় গানের সাথে তাদের ডান্স পরিবেশন করেছেন।

প্রত্যেকে এত গ্রেসফুল ডান্স পারফর্ম করেন যে, তা যথেষ্টই দর্শকদের মনোগ্রাহী হয়ে থাকে, এবারও তার অন্যথা হয়নি। এবারে তাদের বলিউডের জনপ্রিয় একটি হিন্দি ছবি চেন্নাই এক্সপ্রেসের গানে নাচতে দেখা গেছে। তাদের পরনে ছিল স্লিভলেস ব্লাউজ আর শাড়ি, প্রত্যেকেরই এতটাই রূপমাধুর্য ফুটে উঠেছে যে তা ভিউয়ার্সের সংখ্যা দেখলেই বোঝা যায়।

ইতিমধ্যেই ভিডিওটি প্রায় ৫৭ লক্ষ দর্শক দেখে ফেলেছেন, তবে তাদের সোশ্যাল সাইটে ফলোয়ার্স এর সংখ্যা নেহাত কমও নয়। মুহুর্তের মধ্যেই তাদের ভিডিও ভাইরাল হয়ে যায়। এই ভিডিওতেও তাদের লাইক পড়েছে প্রায় ২ লক্ষের কাছাকাছি। সুন্দরী ললনা আর তার ওপর এ ধরনের লাস্যময়ী নাচ যা কেউই এড়িয়ে যেতে পারেনি।

যদিও এই সুন্দরী ললনাদের প্রোফাইলটি একটি ব্যাবসায়িক প্ল্যাটফর্ম, যেখান থেকে তারা বিভিন্ন রকমের পণ্য সামগ্রীকে অ্যাডভার্টাইজমেন্ট হিসেবে তুলে ধরেন মানুষের সামনে, কারন এখনকার সময়ে দাঁড়িয়ে মানুষের কাছে পৌঁছাবার একমাত্র সবথেকে বড় মাধ্যমই হল সোশ্যাল মিডিয়া, আর এই প্লাটফর্মটিকেই তারা হাতিয়ার করেছেন তাদের ব্যবসায়িক স্বার্থে।