IPhone 14 লঞ্চের পরেই Twitter -এ মিমের বন্যা!

11
IPhone 14 লঞ্চের পরেই Twitter -এ মিমের বন্যা!

আইফোন 14 (iPhone 14) সিরিজের 4টি নতুন স্মার্টফোন বুধবার লঞ্চ হয়েছে। সেগুলি হল iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro ও iPhone 14 Pro Max। ভারতে iPhone 14 -এর দাম শুরু হচ্ছে 79,900 টাকা থেকে।

অন্যদিকে iPhone 14 Plus -এর দাম শুরু হচ্ছে 89,900 টাকা থেকে। 16 সেপ্টেম্বর থেকে ভারতে এই ফোনগুলি বিক্রি শুরু হবে। তবে iPhone 14 Plus বিক্রি শুরু হবে 7 অক্টোবর। অন্যান্য বছরের মতোই এই বছরেও আগের থেকেও বেশি দামে নতুন আইফোন বাজারে এসেছে।

আর এই ফোনগুলি প্রকাশ্যে আসতেই মিমে মজেছে নেটপাড়া। ফের একবার iPhone -এর সঙ্গে ‘কিডনি বিক্রির প্রসঙ্গ’ নিয়ে মিম পোস্ট করেছেন অনেকেই। এছাড়াও আরও অনেক ইন্টারনেটে ভাইরাল হয়েছে। iPhone 14 লঞ্চের পরেই Twitter -এ মিমের বন্যা দেখা গিয়েছে। কেউ কেউ কিডনি বিক্রি প্রসঙ্গ তুলেছেন মিমে।