উৎসবের পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের একটি বড়ো ঘোষণা করলো মোদি সরকার

31
উৎসবের পর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ফের একটি বড়ো ঘোষণা করলো মোদি সরকার

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এবার মোদি সরকার নিয়ে এসেছে বড় একটি খুশির খবর। সরকারি কর্মীদের জন্য এবার দীপাবলীর জন্য দেওয়া হবে বিশেষ বোনাস। ডিএ যে বকেয়া টাকা সেগুলি এবার কেন্দ্রীয় সরকারি কর্মীদের দেওয়া হচ্ছে সাথে তাদের ক্ষেত্রে একটি নতুন ভাতা চালু করার কথা ভাবছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি নতুন ভাতা চালু করার কথা ভাবা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে সেটি হল হাউস রেন্ট অ্যালাউন্স। এই ভাতার ফলে যে কোন কেন্দ্রীয় সরকারের কর্মীদের স্যালারি হতে পারে দ্বিগুণ।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রায় ১১.৫৬ লক্ষ কর্মীদের জন্য এই ভাতা করার কথা ভাবছেন। এই ব্যাপারে রেলওয়ে বোর্ডের কাছে এই প্রস্তাবটি পাঠানো হয়েছে। আগামী দিনে যদি এই প্রস্তাবটি মঞ্জুর হয় তবে, আগামী দিনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য এই এইচআরডি কার্যকর হবে। হাউস রেন্ট এলাউন্সের ক্ষেত্রে কিছু ক্যাটাগরি রয়েছে যেগুলি প্লাস শহর হিসেবে করা হবে।

যারা এক্স ক্যাটাগরিতে তাদের ক্ষেত্রে প্রতি মাসে টাকা বাড়তে পারে ৫৪০০। যারা ওয়াই ক্যাটাগরিতে তাদের ক্ষেত্রে টাকা বাড়তে পারে ৩,৬০০। যে শহরে প্রায় ৫০ লক্ষের বেশি জনসংখ্যা তাদের রাখা হচ্ছে এক্স ক্যাটাগরিতে। এক্স ক্যাটাগরির শহরের কেন্দ্রীয় সরকারি কর্মীদের বাড়ানো হবে ২৭ শতাংশ এইচআর এ।

অন্যদিকে ওয়াই ক্যাটাগরির শহরের জন্য এইচআরডি বাড়ানো হবে ১৮ শতাংশ এবং জেড ক্যাটাগরিতে বাড়ানো হবে ৯ শতাংশ। জেড ক্যাটাগরিতে যারা আছেন তাদের ক্ষেত্রে প্রতি মাসে তারা পাবেন ১,৮০০ টাকা।