তৃণমূল ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দিতে গিয়ে বেশ কয়েকবার কটাক্ষের শিকার হতে হয়েছিল আমাদের প্রিয় বাবুল সুপ্রিয় কে। কেন্দ্রীয় মন্ত্রিত্ব যাওয়ার পর দলের সঙ্গে বেড়েছিল দূরত্ব। তারপর থেকেই একের পর এক সুযোগ খোঁজে বিজেপিকে আক্রমণ করতে থাকেন বাবুল সুপ্রিয়। এবারেও তার অন্যথা হলো না।
সোশ্যাল মিডিয়ায় বিজেপির প্রতি ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, বিজেপির জন্য যে সমস্ত কর্মীরা নিজেদের প্রাণ নিয়োজিত করেছেন, তাদের সঙ্গে বিজেপি বিশ্বাসঘাতকতা করেছে। এই দল কখনই মানুষের জন্য ভালো করতে পারে না। এই দল অদূর ভবিষ্যতে ভেঙে যাবে কারণ এখনই অনেক প্রবীণ নেতারা এই দলের বিরোধিতা করছেন।
পাশাপাশি তৃণমূলকে অভিনন্দন জানিয়ে বাবুল লেখেন, উপনির্বাচনে দারুন সাফল্যের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে শুভেচ্ছা জানাচ্ছি। বিজেপির এটাই হওয়া উচিত। আমি এখন থেকেই বলে দিচ্ছি, ২০২৪ সালে আরো খারাপ অবস্থা হবে বিজেপির। এইভাবে অনুগত কর্মীদের সঙ্গে অসভ্য ব্যবহার করে কত আর আসনে জিততে পারবে বিজেপি?
প্রসঙ্গত, এই বছর ব্রজকিশোর গোস্বামী, শোভন দেব চট্টোপাধ্যায়, সুব্রত মন্ডল এবং উদয়ন গুহ বিপুল ভোটে জয় যুক্ত হয়েছেন। বিধানসভা নির্বাচনের মতোই উপনির্বাচনেও মুখ থুবড়ে পড়েছে বিজেপি।