ক্রমশ ঘনীভূত হচ্ছে রহস্য। রহস্য তৈরি হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইলিনয় প্রদেশের ট্রয় এলাকায়, যেখানে ঘটেছে এক চমকে দেবার মতো ঘটনা। প্রায় ৮ মাস পর ঘরের আলমারি থেকে পাওয়া গেল রিচার্ড মেজের মৃতদেহ। যিনি ২০২২ সালের ২৭ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। সেই দিনই তাঁর স্ত্রী জেনিফার মেজের সাথে তাঁর শেষ কথা হয় তারপর থেকেও শত চেষ্টা করেও তার খোঁজ পাওয়া সম্ভব হয়নি। ঘরের প্রতিটি কোনা তল্লাশি জানিয়েছিলেন পুলিশ। কোনোভাবেই কোন সূত্র পাওয়া যায়নি।
গত ১১ ডিসেম্বর ক্রিসমাসের আনন্দে ঘর সাজাতে গিয়ে বাড়ির একটি আলমারি থেকে পাওয়া গেল জেনিফারের স্বামী রিচার্ড মেজের মৃতদেহ। ৮ মাস পরে বাড়ি থেকে এভাবে স্বামীর মৃতদেহ দেখে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। অনেকগুলি প্রশ্ন তৈরি হয়েছে, তবে রিচার্ড মেজের স্ত্রী জেনিফার মেজ জানান তিনি আত্মহত্যা করেছেন বলেই তাঁর ধারণা। ঘরে এত মাস ধরে এভাবে কোন মৃতদেহ থাকলেও কোন গন্ধ বেরোয়নি। বরং তা নিয়ে ধোঁয়াশায় রয়েছে।
ইতিমধ্যে পুলিশ দেহটিকে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে ময়না তদন্তের রিপোর্টও বলছে যে তিনি আত্মঘাতী হয়েছেন। প্রথমদিকে বাড়ির মধ্যে পচা দুর্গন্ধ পাওয়া গেলেও জেনিফার এক প্লাম্বারকে ডাকেন প্লামবার নর্দমা থেকে সেই দুর্গন্ধ বেরোচ্ছে বলে নর্দমার মুখে একটি ঢাকনা লাগিয়ে দেওয়ায় সেই দুর্গন্ধ আর পাওয়া যায়নি। তবে ডেপুটি কোরনার জানান রিচার্ডের শরীর থেকে সমস্ত তরল শুকিয়ে যাওয়ায় তার দেহটি পচেনি এবং দুর্গন্ধও বেরোয়নি যে কারণে এতদিন বাড়ির মধ্যে থেকেও কেউ টের পায়নি মৃতদেহের অস্তিত্ব।