৩৫ বছর আলাদা থাকার পর আবারও একসাথে ঘর বাঁধতে চলেছেন রণধীর কাপুর ও ববিতা কাপুর

21
৩৫ বছর আলাদা থাকার পর আবারও একসাথে ঘর বাঁধতে চলেছেন রণধীর কাপুর ও ববিতা কাপুর

বলিউডে সিনেমাটিক পরিবার বলতে আমরা জনপ্রিয়তার উপরে থাকা কাপুর পরিবারকে বুঝি। এই পরিবারের সদস্যদের ব্যাক্তিগত জীবনগুলোও সিনেমার থেকে কোনো অংশে কম নয়। এই যেমন রণধীর কাপুর ও ববিতা কাপুররের জীবনের গল্পটিও তেমনই। তারা প্রায় ৩৫ বছর আলাদা হয়ে যাওয়ার পর আবারও একসাথে ঘর বাঁধতে চলেছেন। সত্তর দশকের সফল অভিনেতা রণধীর। ববিতাও বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন সে কালে। তবে বর্তমানে তাঁদের আরও একটি পরিচয় আছে। তাঁরা হলেন করিশ্মা কপূর এবং করিনা কপূর খানের বাবা-মা।

যেই সময়ে রণধীর ও ববিতার বিয়ে হয় বা সংসার ভেঙে যায় তখন ডিভোর্স বলে অতটা প্রচলন ছিল না। সকলে এটিকে খুব খারাপ চোখে দেখত। কিন্তু তার সত্বেও দীর্ঘ ১৭ বছরের সংসার ছেড়ে কাপুর ফ্যামিলি ছেড়ে চলে এসেছিলেন ববিতা তার দুই মেয়েকে সঙ্গে নিয়ে।
কখনও তাঁদের আইনি বিচ্ছেদ না হলেও তারা এত দিন আলাদাই থাকতেন। করিশ্মা এবং করিনাকেও একা হাতে মানুষ করেন ববিতা। তাঁরা দু’জনেই বলিপাড়ার সফল অভিনেত্রী। করিনা দুই ছেলেকে নিয়ে সুখে সংসার করছেন। করিশ্মার দুই ছেলেমেয়ে বড় হয়ে গিয়েছে।
কিন্তু এতদিন পরে জানা যাচ্ছে রণধীর ও ববিতার মধ্যে আবার মিল হয়ে গিয়েছে। এত বছর আলাদা থাকার পর আবারও একসঙ্গে এক ছাদের তলায় থাকার সিদ্ধান্ত নিয়েছেন ববিতা এবং রণধীর। তবে মায়ানগরীতে গুঞ্জন তাঁরা নাকি গত সাত মাস ধরেই একসঙ্গে রয়েছেন। তবে মা-বাবা আবার এক হওয়ায় খুশি দুই মেয়েই। আপাতত বান্দ্রার বাড়িতে নতুন ভাবে সংসার পেতেছেন তারা বলে জানা যাচ্ছে।