সৌদি আরবের প্রশাসন সেদেশের একটি রেস্তরাঁ বন্ধ করে দিল। ওই রেস্তরাঁর বিরুদ্ধে অভিযোগ, তারা একটি শৌচালয়ে সিঙাড়া-সহ অন্যান্য খাবার তৈরি করত। গত ৩০ বছর ধরেই নাকি এই কাণ্ড চলে আসছিল। অভিযুক্ত রেস্তরাঁটি রয়েছে সৌদি আরবের জিদাহ শহরের একটি আবসনে।
সেখানে বেশ কিছুদিন ধরেই তাদের বিরুদ্ধে শৌচালয়ে সিঙাড়া-সহ অন্যান্য খাবার তৈরির অভিযোগ আসছিল। এদিন জিদাহ পুরনিগমের আধিকারিকরা আচমকা সেখানে অভিযান চালান। এবং অভিযোগের সত্যতা পেয়ে ওই মুহূর্তে রেস্তরাঁ বন্ধ করার নির্দেশ দেন।
পুরনিগমের আধিকারিকরা জানিয়েছেন, শুধু শৌচলয়ে খাবার তৈরিই নয়, রেস্তরাঁটি মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করত। তার মধ্যে রয়েছে মাংস, চিস প্রভৃতি।
এমনকী ওই খাবারের দোকানের বিরুদ্ধে দু’বছর আগের খাদ্যবস্তু ব্যবহারেরও অভিযোগ উঠেছে। আধিকারিকরা আরও জানিয়েছেন, এখানকার কর্মীদের কারও স্বাস্থ্য বিমা নেই। সব মিলিয়ে রেস্তরাঁটি একাধিক আইন অমান্য করেছে। ফলে সেটিকে বন্ধ করে দেওয়া হয়েছে।