দীর্ঘদিন ধরে টলিউড ইন্ডাস্ট্রিতে রয়েছেন জিৎ। তার ফ্যানবেস নজর কাড়ার মতো। তবে শুধুই আমজনতা নয়, খাস টলিপাড়ার বহু তারকাই জিতের গুণমুগ্ধ।
অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ও এই তালিকায় রয়েছেন। জিতের জন্মদিনে তাঁর প্রতি ভালবাসা উজাড় করে দিলেন ‘আওয়ারা’-এর নায়িকা। ৩০ নভেম্বর ৪৩ এ পা দিলেন জিৎ।
সায়ন্তিকা জন্মদিনের শুভেচ্ছা জানান। সঙ্গে স্বীকার করলেন ভালবাসার কথায়। তাঁর স্পষ্প কথা, “জিৎ-দা আমি তোমাকে ভালবাসি। আই লাভ ইউ। তোমায় যদি বিয়ে করতে পারতাম” একথা অবশ্য অভিনেতার সামনেও বলেছেন সায়ন্তিকা। শুনে একগাল হেসে জিৎ স্নেহের সুরে পালটা ভালবাসার কথা বলেন।
‘আওয়ারা’ জিতের সঙ্গে সায়ন্তিকার প্রথম ছবি। তবে তারও অনেক আগে অভিনেতাকে প্রথম দেখা তাঁর। টলিউডে জিতের ডেবিউ ছবি ‘সাথী’ দেখতে সিনেমা হলে গিয়েছিলেন সায়ন্তিকা।
তখন তিনি স্কুলে পড়েন। আর পর্দায় জিতকে প্রথম দেখেই প্রেম। সায়ন্তিকার কথায়, ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’। ২০১২ তে আসে জিৎ সায়ন্তিকার ‘আওয়ারা’। ছবির জন্য লুক টেস্টের সময়ও কিন্তু তিনি জানতেন না যে, স্বপ্নের নায়কের সঙ্গেই ছবি করতে চলেছেন।