সিঁথিতে সিঁদুর গা ভর্তি গয়না সহ ছবি শেয়ার করলেন অভিনেত্রী রিমঝিম মিত্র

13
সিঁথিতে সিঁদুর গা ভর্তি গয়না সহ ছবি শেয়ার করলেন অভিনেত্রী রিমঝিম মিত্র

সিঁথি ভর্তি সিঁদুর, কপালে চন্দনের কলকা, বেনারসি শাড়ির সাথে গা ভর্তি গয়না এরকমই সাজে টলিউডের অভিনেত্রী রিমঝিম মিত্রকে দেখা গেল সোশ্যাল মিডিয়ায়। তিনি নিজেই এই ছবি শেয়ার করেছেন নেটিজেনদের সাথে। ছবিটি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন,” বিয়েটা সেরে ফেলছেন” ।

সকাল সকাল অভিনেত্রীর এরকম একটি পোস্ট দেখে যথারীতি সকলেই অবাক। কেউই ভাবতে পারেন নি যে চুপিসারে অভিনেত্রী এরকমভাবে বিয়ে করে ফেলবেন। অনেকেই অবশ্য এই ঘটনাটি দেখে অভিমানের সুরেও কমেন্ট বক্সে কমেন্ট করেছেন। ফেসবুকে এই ছবিটি ভাইরাল হতে বেশিক্ষণ সময় নেইনি, তাকে দেখা যাচ্ছে মাথায় ওড়না ,চন্দনের সাজ, চুলে ফুলের মালা।

ছবিটি শেয়ার করার সাথে সাথে নেটিজেনদের তরফ থেকে শুভেচ্ছা বার্তা বয়ে এসেছে, তবে ওই ছবিতে বরকে কিন্তু দেখা যায়নি। শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন,” বিবাহিত”,” নতুন শুরু”। ইন্ডাস্ট্রির অনেকেই এই ছবিটি দেখে একেবারে হত বম্ব।

লাজবন্তি রায় লিখেছেন,” সত্যি বলছিস?” অনেকে আবার ভালোবাসা দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন। তবে একজন লিখেছেন ফাস্ট এপ্রিল। অনেকে আবার কমেন্ট বক্সে লিখেছেন, যে চৈত্র মাসে কখনো বিয়ে হয় না।

রিমঝিম এই সমস্ত প্রশ্নের উত্তরে একেবারেই নিশ্চুপ। তবে অনেকেই ভাবছেন যে ফাস্ট এপ্রিল বলে হয়তো অভিনেত্রী মজা করছেন এবং এপ্রিল ফুল বানাচ্ছেন। বর্তমানে অভিনেত্রী ব্যস্ত রয়েছেন আলতাফড়িং এর সুটে। এছাড়া ধারাবাহিক কৃষ্ণকলি এবং তিতলিতে তার সম্প্রতি কাজ রয়েছে। অন্যদিকে ডান্স বাংলা ডান্স রিয়েলিটি শোর আগের সিজনে তিনি একজন মেন্টর ও ছিলেন