ফিল্ম মাফিয়াদের উদ্দেশ্যে কঙ্গনা রানাওয়াত আরো একবার সরব হলেন। তবে এবারে তিনি একা নন সঙ্গে নিলেন তাঁর মাকেও। সম্পত্তির সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ভাইরাল হয়েছে যেখানে তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন তাঁর মায়ের ছবি। তাঁর মাকে দেখা যাচ্ছে মাঠে চাষ করতে। তিনি আজও সাধারণ জীবন যাপন করেন।
বিগত ২৫ বছর ধরে শিক্ষকতা পেশার সঙ্গে জড়িত। তাঁর মেয়ে বলিউডের একজন সফল অভিনেত্রী হলেও তাঁর মায়ের কোন অহংকার বোধ নেই। তিনি নিয়মিত মাঠে ৭ থেকে ৮ ঘন্টা চাষ করেন। তবে সাথে সাথে নিজের ভেতরের ক্ষোভ প্রকাশ করে ফেলেন। কঙ্গনা লেখেন তাঁর মা তাঁকে শিখিয়েছেন নুন এবং রুটি খেয়ে কিভাবে জীবন কাটাতে হয়। ভিক্ষে করতে শেখান নি।
অনেকে কঙ্গনাকে পাগল বলে কটাক্ষ করেন কারণ তিনি পরনিন্দা পরচর্চা পছন্দ করেন না। তিনি কোন বিয়ে বাড়িতে গিয়ে নাচেন নি, কোন নায়কের ঘরে রাত কাটায়নি, তাই জন্য ইচ্ছাকৃত ভাবে তাঁকেই বারবার টার্গেট করা হচ্ছে, দল ছুট করে কোণঠাসা করে রাখার চেষ্টা চলছে। কঙ্গনা রানওয়াতের মা হলেন আশা রানাওয়াত। তিনি একটি সরকারি স্কুলের সংস্কৃত শিক্ষিকা। তাই তার জীবনাদর্শতেই বড় হয়ে উঠেছেন কঙ্গনা রানাওয়াত। তিনি কখনোই এমন কোন কিছু কাজ করতে পারেন না বলেই দাবি অভিনেত্রী।