আজকাল বলিউডের মতোই টলিউডেও একটা ছবি বেরোলেই সেটাকে নিয়ে কনট্রভার্সি হওয়ার একটা যেনো ট্রেন্ড তৈরি হয়ে গেছে। সম্প্রতি শোনা যাচ্ছে এবারে বোমকেশ চরিত্রে দেখা যাবে অভিনেতা দেবকে। এই নিয়ে দেবের অনুরাগীরা খুশি হলেও অনেক বোমকেশ প্রেমী মানুষের দেবের এই চরিত্র করতে পারা নিয়ে যথেষ্ট রয়েছে। তারা তাদের এই বিষয়ে নানা মন্তব্য রেখেছেন। যেমন বাংলা চলচ্চিত্রের আরো এক অভিনেতা রাহুল অরুণোদয় ব্যানার্জি দেবের এই বোমকেশ নিয়ে যথেষ্ট আপত্তি রয়েছে।
তিনি মজার ছলে সোশ্যাল মিডিয়ায় একটি মন্তব্য করেন। গত ২৮ জানুয়ারি ইন্ডাস্ট্রিতে ১৭ বছর সম্পূর্ণ করেন ‘প্রজাপতি’ অভিনেতা দেব। সেই দিনই ঘোষণা করেন এবার ব্যোমকেশের চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু ব্যোমকেশ অনেক মানুষের কাছেই একটা আবেগের জায়গা। আর তাই হয়তো রাহুলেরও পছন্দ হয়নি তাই তিনি মজার ছলে লেখেন সোশ্যাল মিডিয়ায় খুশবন্ত সিংয়ের জোকঃ দু’জন পাঞ্জাবি দাবা খেলছেন। বাঙালির জোকঃ দেব ব্যোমকেশ’।
আর এই নিয়েই শুরু হয়েছে বিতর্ক। দেবকে কেমন মানাবে বা সে কতটা ভালো অভিনয় করবেন সেটা দর্শক বিচার করবেন। উনি কেনো এমন মন্তব্য করবেন এই নিয়ে নানা কথা শুরু হয়েছে।
এরপরই ‘চিরদিনই তুমি যে আমার’ খ্যাত অভিনেতার নাম না নিয়েই একটি পাল্টা পোস্ট করেন নামী প্রযোজক রানা সরকার। ‘দেব ব্যোমকেশ ও আঁতেল বাঙালির হাহাকার’ শীর্ষক সেই দীর্ঘ পোস্টের শেষে তিনি লেখেন, ‘দেবের ব্যোমকেশ ভালো না খারাপ তা দর্শক বুঝে নেবে, ফিল্ম দুনিয়ার আঁতেল বাঙালি চাপ নেবেন না, জয় ব্যোমকেশ, জয় দেব’। নাম না নিলেও রানা এই পোস্টের মাধ্যমে ঠিক কাকে নিশানা করেছেন তা বুঝে নিতে নেটিজেনদের কোনও সমস্যাই হচ্ছে না।