ছেলের সফলতায় গর্ববোধ করেন প্রত্যেকটা বাবা। ঠিক তেমন ভাবে অভিনেতা মাধবনও তার ছেলের সফলতায় দারুণ ভাবে গর্বিত। মাধবনের ছেলে বেদান্ত একজন সাঁতারু, এর আগে অনেকবার সাঁতারে পদক জিতেছে সে। কিন্তু এবারের পদক হয়তো আগের থেকে আরও বেশী স্পেশাল। কারণ এবার সে নিজেকে সোনায় মুড়ে ফেলেছে।
জম্মু কাশ্মীরে শীতকালীন খেলো ইন্ডিয়া গেমসের আসর বসেছে, আর সেখানেই যোগদান করে সে সোনার পদক জিতেছেন।তবে সেটা একটা পদক নয়, ৫ টা সোনার পদক জিতেছে সে , ও সাথে ২ টি রূপোর পদক জিতেছে সে। স্বাভাবিকভাবেই বাবা ছেলের কর্মকান্ডে দারুন ভাবে খুশি ও গর্বিত। ইতিমধ্যেই পুত্রের সোনা জেতার খবর তিনি টুইট করে সবাইকে জানিয়েছেন। টুইটারে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, শিবরাজ চৌহানকে ট্যাগ করেছেন মাধবন। অভিনেতা জানিয়েছেন, পুত্র সাতটি পদক জিতেছেন, যার মধ্যে ৫ টি স্বর্ণ পদক ও ২ টি রূপোর পদক।
বেদান্ত একজন আন্তর্জাতিক স্তরের সাঁতারু। এর আগেও দেশের হয়ে সে পদক এনে দিয়েছে। এবারের পদক স্বাভাবিক ভাবেই তার কাছে স্পেশাল।জুনিয়র জাতীয় চ্যাম্পিয়নশিপে ১৫০০ মিটার ফ্রিস্টাইলে রেকর্ড গড়েছিলেন বেদান্ত, ১৬ মিনিটের রেকর্ড ভেঙে দিয়েছিল সে।