সারা দিন কাজের পর রাতে যখন আমরা ঘুমাতে যাই তখন নানা ধরনের স্বপ্ন দেখে থাকি। গভীর ঘুমে আচ্ছন্ন হলেই কখনও ভাল স্বপ্ন তো কখনও দুঃস্বপ্ন ঘুমের মধ্যে ভেসে ওঠে। সেই স্বপ্ন আমাদের দুনিয়ার সঙ্গে মিল থাকে।
তবে যদি শাস্ত্র মতে বিভিন্ন স্বপ্নাদেশ বিভিন্ন দিক নির্দেশ করে, অনেকেই সাপের স্বপ্ন দেখেন জ্যোতিষশাস্ত্র বলছে যাদের কালসর্প যোগ থাকে তারাই নাকি সাপের স্বপ্ন দেখে।
কিন্তু বিশেষজ্ঞরা বলছেন সাপের স্বপ্ন দেখা মানে ধন সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। আবার শাস্ত্র মতে যদি আপনি পরপর সাপের স্বপ্ন দেখেন বেশ কয়েকবার তাহলে বুঝবেন আপনার মনোবাসনা পূর্ণ হতে চলেছে।
কিন্তু আপনি যদি স্বপ্নে দেখেন সাপ কারও ক্ষতি করতে চলেছে তা হলে কিন্তু জীবনে যে কোনও জটিল সমস্যা সমাধান হতে চলেছে এমনটাই ইঙ্গিত দেয়। তাই সাপের স্বপ্ন দেখা মানে ক্ষতির আশঙ্কা এমনটা কিন্তু নাও হতে পারে সাপের স্বপ্ন দেখা মানে জীবন বদলে দেওয়ার এক নতুন অধ্যায় হতে পারে।